ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধামইরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

প্রকাশিত: ০৫:২৭, ১৬ নভেম্বর ২০১৯

ধামইরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো। হারুন-অর-রশীদ। রাজস্ব তহবিল থেকে উপজেলার ৩৫ জন কৃষক প্রত্যেককে দেড় কেজি বারি-১৪,১৫ এবং ১৬ জাতের সরিষা বীজ, ইউরিয়া ৩৫ কেজি, টিএসপি ২৫ কেজি, এমওপি ১৫ কেজি, জিপসাম ২০ কেজি, দস্তা ১ কেজি এবং বোরন দেড় কেজি করে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, ভাইস চেয়ারম্যান সোহেল রানা,উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা,থানা আ.লীগের সভাপতি দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম প্রমুখ।
×