ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাত গোলের জয়ে শীর্ষে স্পেন

প্রকাশিত: ০১:১৪, ১৬ নভেম্বর ২০১৯

সাত গোলের জয়ে শীর্ষে স্পেন

অনলাইন ডেস্ক ॥ ইউরো বাছাইপর্বের শেষদিকে এসে যেনো গোলবন্যায় মেতেছে বড় দলগুলো। বৃহস্পতিবার রাতে পর্তুগাল জিতেছিল ৬-০ গোলে, ইংল্যান্ডের জয়টি ছিলো ৭-০ গোলের। পরের রাতে একই ব্যবধানে জিতেছে ডেনমার্ক ও স্পেন। তুলনামূলক দুর্বল জিব্রাল্টারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ডেনমার্ক, স্পেন ৭-০ গোলে বিধ্বস্ত করেছে মাল্টাকে। নিজেদের ঘরের মাঠে সাত গোলের এ জয়ে স্কোরশিটে নাম তুলেছেন ভিন্ন ভিন্ন সাতজন। মাল্টাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে রবার্তো মোরেনোর শিষ্যরা। পুরো ম্যাচে একটিমাত্র আক্রমণ করতে পেরেছে মাল্টা। সেটিও ছিলো লক্ষ্যভ্রষ্ট। মাল্টাকে চেপে ধরে ম্যাচের ২৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন আলভারো মোরাতা। বিরতির আগে ৪১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সান্তি ক্যাজোরলা। দ্বিতীয়ার্ধে ফিরে আরও পাঁচটি গোল করে স্পেন। ম্যাচের ৬০ মিনিটের পরে দশ মিনিটের ব্যবধানে ৪ গোল হজম করে মাল্টা। ৬২ মিনিটে পাও তোরেস, ৬৩ মিনিটে পাবলো সারাভিয়া, ৬৯ মিনিটে দানি অলমো, ৭১ মিনিটে গোল করেন জেরার্ড মোরেনো। আর ৮৫ মিনিটের মাথায় শেষ গোলটি করেন হেসুস নাভাস। স্পেনের ইউরোর মূল পর্বের টিকেট নিশ্চিত হয়েছিল আগেই। মাল্টাকে উড়িয়ে দেয়া জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে তাদের। এফ গ্রুপে ৯ ম্যাচে ৭ জয় ও ২ ড্রতে ২৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইডেন।
×