ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে মা ও মেয়েসহ ৩ জনের কারাদন্ড

প্রকাশিত: ০৯:৪৪, ১৬ নভেম্বর ২০১৯

 ঠাকুরগাঁওয়ে মা ও মেয়েসহ ৩ জনের  কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ নবেম্বর ॥ সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজি কৃষ্টপুর মুন্সিপাড়া এলাকার একটি বাড়িতে শুক্রবার সন্ধ্যায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় সাথী আক্তার আজিমা (৩৭) নামে মা ও তার মেয়ে অর্নী আক্তার পাখী (১৯) সহ মরিয়ম (২০) নামে তিন নারীকে আটকের পর তাদের প্রত্যেক তিনমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যামাণ আদালত আরাজি কৃষ্টপুর মুন্সিপাড়া এলাকায় সাথী আক্তার আজিমার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে দুইজন পুরুষ পালিয়ে যায় এবং অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকায় সাথী আক্তার, তার মেয়ে অর্নী আক্তার পাখী ও পঞ্চগড় জেলার মরিয়মকে ভ্রাম্যামাণ আদালত হাতেনাতে আটটের পর প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় এলাকাবাসীসহ সালন্দর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল উপস্থিত ছিলেন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তাদের এলাকায় প্রকাশ্যে দেহ ব্যবসা চালিয়ে আসছিল মা ও মেয়ে।
×