ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ট্রলি চাপায় খাদ্য পরিদর্শক নিহত

প্রকাশিত: ০৯:৪১, ১৬ নভেম্বর ২০১৯

 গোপালগঞ্জে ট্রলি চাপায় খাদ্য পরিদর্শক  নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৫ নবেম্বর ॥ গোপালগঞ্জ শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে ইট বোঝাই বেপরোয়া ট্রলি চাপায় নিহত হয়েছেন খাদ্য পরিদর্শক মোল্লা মনিরুজ্জামান (৫৮)। শুক্রবার সকাল ৭টার দিকে শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সম্মুখে গোল চত্বরে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদহ গ্রামের পূর্বপাড়ার মৃত চাঁদ মোল্লার ছেলে। তিনি সদর উপজেলা খাদ্য গুদামে কর্মরত ছিলেন। গোপালগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর আব্দুল বারেক জানিয়েছেন, গ্রামের বাড়ি থেকে প্রতিদিনের মতো তিনি প্রাতঃভ্রমণে বের হন। একপর্যায়ে তিনি শহরের শেখ কামাল স্টেডিয়াম এলাকায় পৌঁছলে পেছন থেকে ইট বোঝাই একটি বেপরোয়া ট্রলি তাকে চাপা দেয়। এতে ট্রলির চাকায় তিনি পিষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, ওই ট্রলিসহ চালক মোঃ রফিকুল ইসলাম (২০) কে আটক করা হয়েছে। নান্দাইলে আহত পুলিশের মৃত্যু সংবাদদাতা নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল মামুন মিয়া (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মামুন সিংরইল ইউনিয়নের হায়াৎপুর গ্রামের আলাল উদ্দিনের পুত্র। উল্লেখ্য, জানা গেছে, উপজেলার হায়াৎপুর গ্রামের মামুন মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল পদে চাকরি করেন। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তিনি মারাত্মক আহত হন।
×