ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে দীর্ঘজীবন লাভ করা সম্ভব

প্রকাশিত: ০৯:৪১, ১৬ নভেম্বর ২০১৯

 ডায়াবেটিস নিয়ন্ত্রণে  রেখে দীর্ঘজীবন  লাভ করা সম্ভব

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিশ্বজুড়ে কিডনি ফেইলিওর বা কিডনি বিকল হওয়ার অন্যতম কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। এছাড়া ডায়াবেটিস ও হৃদরোগ এ দুটো পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডায়াবেটিস হলে হার্ট, কিডনি এবং দৃষ্টিশক্তির সমস্যা হয়। ৭০ শতাংশ ডায়াবেটিসের রোগী হৃদরোগে আক্রান্ত হয়েই অকালে মৃত্যুবরণ করে থাকেন। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা সবার আগে। সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে দীর্ঘ জীবন লাভ করা যায়। শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস স্কিনিং এ্যান্ড কাউন্সিলিং প্রোগ্রামে কথাগুলো বলেন চিটাগাং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডাঃ রবিউল হোসেন। তিনি বলেন, ডায়াবেটিস হলে হতাশাগ্রস্ত হওয়া না হয়ে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। সুষ্ঠু সুশৃঙ্খল জীবনযাপন, নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা এবং সুষ্ঠু চিকিৎসা পদ্ধতি গ্রহণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে দীর্ঘজীবন লাভ করা সম্ভব। তিনি এই রোগ নিয়ন্ত্রণে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলিতে অবস্থিত ৩৭৫ শয্যাবিশিষ্ট বিশ^মানের আধুনিক এবং বহুমূখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ‘ইম্পেরিয়াল হাসপাতালে রোগীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাঃ রবিউল হোসেন বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডায়াবেটিস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার। ডায়াবেটিস একবার হয়ে গেলে তা হয়ে যায় সারাজীবনের সঙ্গী।
×