ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কটিয়াদীতে ট্রেনের ধাক্কায় শিক্ষক ও চালক নিহত

প্রকাশিত: ০৯:৪০, ১৬ নভেম্বর ২০১৯

 কটিয়াদীতে ট্রেনের  ধাক্কায় শিক্ষক ও  চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৫ নবেম্বর ॥ জেলার কটিয়াদীতে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল হামিদ (৫০) নামে এক স্কুল শিক্ষক এবং বোরহান উদ্দিন (৩৫) নামে এক পাঠাও চালক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চান্দপুর মন্ডলভোগ গ্রামে রেললাইন অতিক্রম করার সময় ঢাকাগামী এগারসিন্ধু ট্রেনের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হামিদ পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ও ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানার খাজা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। এছাড়া নিহত পাঠাও চালক বোরহান উদ্দিন পাকুন্দিয়ার এগারসিন্দুর বাহাদিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। জানা গেছে, ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে কুয়েত সোসাইটির অর্থায়নে কটিয়াদী উপজেলার পূর্বমন্ডলভোগ গ্রামে নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে যাচ্ছিলেন আব্দুল হামিদ। দুপুরে উপজেলার মন্ডলভোগ রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী এগারসিন্দুর গোধূলী ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই শিক্ষক আব্দুল হামিদ নিহত হয়। এ সময় গুরুতর আহত পাঠাও চালক বোরহান উদ্দিনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×