ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গবাদিপশুর ল্যাম্পি স্কিন রোগ

প্রকাশিত: ০৯:৩৮, ১৬ নভেম্বর ২০১৯

 গবাদিপশুর ল্যাম্পি স্কিন রোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আনোয়ারা উপজেলায় ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে শত শত গবাদিপশু। এই রোগে আক্রান্ত হওয়ায় উপজেলার খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ল্যাম্পি স্কিন ডিজিজ নামে এই ভাইরাস রোগটি দেশে নতুন হওয়ায় এর সুনির্দিষ্ট চিকিৎসা নেই বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা। এ রোগের সুনির্দিষ্ট ভ্যাকসিন ও চিকিৎসা না থাকার ফলে উপজেলাজুড়েই প্রকোপ বিস্তার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর সূত্র জানায়, এ পর্যন্ত আনোয়ারায় ল্যাম্পি স্কিন রোগে দুই শতাধিক গরু আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে এক থেকে দেড় শ’ গবাদিপশুকে চিকিৎসা দেয়া হয়েছে।
×