ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীকে পেটাল পুলিশ

প্রকাশিত: ০৯:৩৭, ১৬ নভেম্বর ২০১৯

 এবার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীকে  পেটাল  পুলিশ

রাবি সংবাদদাতা ॥ মোটরসাইকেলের লাইসেন্স দেখানো নিয়ে বাগ-বিতন্ডার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এই ঘটনায় ক্যাম্পাসে কর্মরত পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী হুমায়ুন কবির নাহিদ বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাবি শাখা ছাত্রলীগের কর্মী। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নাহিদ বিশ^বিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে তার ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঢুকছিলেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। নাহিদ শিক্ষার্থী বলে পরিচয় দিয়ে গাড়ির সামনে বিশ্ববিদালয়ে রেজিস্ট্রেশন করা যানবাহনের স্টিকার দেখান। এই সময় পুলিশের সঙ্গে নাহিদের বাগ-বিতন্ডা শুরু হয়। তিনি শিক্ষার্থী পরিচয়পত্র দেখালে পুলিশ সেটি ছিঁড়ে ফেলে। তিনি মোটরসাইকেলের কাগজপত্র দেখালে সেখানে তার বড় ভাইয়ের নাম থাকায় মতিহার জোনের সহকারী কমিশনার মাসুদ রানা তাকে আটকের নির্দেশ দেন। একপর্যায়ে এক পুলিশ কনস্টেবল নাহিদকে বেধড়ক মারধর করেন ও টেনেহিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ক্যাম্পাসে জানাজানি হলে বিশ্ববিদালয়ের শতাধিক শিক্ষার্থী বিনোদপুর গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা সেখানে দায়িত্বরত অন্য পুলিশদের অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাহিদকে থানা থেকে আবার ক্যাম্পাসে ফেরত নিয়ে আসা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ঘটনাস্থলে এসে পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মীমাংসার চেষ্টা করেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে ফোনে কথা বলেন। পরে পুলিশের সহকারী কমিশনার মাসুদ রানা শিক্ষার্থীদের কাছে এ ঘটনার জন্য ক্ষমা চাইলে ও মারধরে জড়িত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হন।
×