ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় চুরি যাওয়া নবজাতক ৩৩ ঘণ্টা পর উদ্ধার ॥ নারী গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩৬, ১৬ নভেম্বর ২০১৯

 বগুড়ায় চুরি যাওয়া  নবজাতক ৩৩  ঘণ্টা পর  উদ্ধার ॥ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক প্রায় ৩৩ ঘণ্টা পর মায়ের কোলে ফিরেছে। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ শহরের লতিফপুর কলোনির মধ্যপাড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে। এ সময় নবজাতককে চুরির ঘটনায় সরাসরি জড়িত রেশমা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। সে নবজাতককে হাসপাতাল থেকে চুরি করেছিল বলে পুলিশ জানিয়েছে। এদিকে উদ্ধার হওয়ার পরেই বৃহস্পতিবার মধ্যরাতে নবজাতকটিকে মা নাদিয়া আকতার নাহিদা ও পিতা সৌরভের নিকট হস্তান্তর করা হয়। বগুড়া মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএসএমএম সালেহ ভূঁইয়া জানিয়েছেন মা ও শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছেন। নবজাতকটিকে উদ্ধারের পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে বগুড়ার কাহালু উপজেলার নলঘরিয়া গ্রামের সৌরভের স্ত্রী নাদিয়া আকতার (১৮) প্রসব বেদনা নিয়ে মঙ্গলবার রাতে ভর্তি হয়েছিলেন। পরের দিনে দুপুর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেয়ার পর কর্তব্যরত নার্স রোগীর সঙ্গে আসা আত্মীয় ওবেদা বেগমের নিকট নবজাতককে হস্তান্তর করেন। এরপরেই বোরকাপরা এক মহিলা তার নিকট থেকে নবজাতককে কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়।
×