ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনেস্কোর সাধারণ সভায় ভারত

সন্ত্রাসবাদ পাকিস্তানের অস্থি মজ্জায় ঢুকে গেছে

প্রকাশিত: ০৯:৩০, ১৬ নভেম্বর ২০১৯

 সন্ত্রাসবাদ পাকিস্তানের অস্থি মজ্জায় ঢুকে গেছে

জম্মু ও কাশ্মীর ইস্যুতে এবার পাকিস্তানকে সরাসরি আক্রমণ করল ভারত। বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী অনন্যা আগরওয়াল বলেছেন, আর্থিক সঙ্কটের বিরুদ্ধে লড়াই করা পাকিস্তানে সন্ত্রাসবাদের ডিএনএ রয়েছে। তিনি আরও বলেন, ‘পাকিস্তান ক্রমশই ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছে। এটি একটি রাষ্ট্র হিসেবে সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়েছে এবং এর অর্থনীতি ও উগ্র সমাজ ও সন্ত্রাসবাদের কবলে পড়ে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। খবর এনডিটিভি অনলাইনের। পাকিস্তানের এই অবনমনের কারণও হলো সন্ত্রাসবাদ, যা ওদের মজ্জায় প্রবেশ করেছে বলেই মনে করেন ভারতের ওই প্রতিনিধি। অনন্যা আগরওয়াল বলেন, ‘পাকিস্তান যেভাবে ইউনেস্কোর মঞ্চকে অপব্যবহার করতে চেয়েছে, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছে এবং খারাপ ধরনের রাজনীতি করেছে আমরা তার নিন্দা জানাই।’ ২০১৮ সালে পাকিস্তান ইউনেস্কোর অবনতিপ্রাপ্ত দেশের তালিকায় ১৪তম স্থানে ছিল বলে উল্লেখ করেন ভারতের প্রতিনিধি। পাকিস্তান এমন একটি দেশ যার নেতা জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের পক্ষে বক্তব্য দিয়েছেন বলে মনে করিয়ে দেন অনন্যা আগরওয়াল। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাক প্রধানমন্ত্রী ইমরান খান একটি বিতর্কিত মন্তব্য করেন, সেই সময় তিনি বলেন যে, দুটি পারমাণবিক-শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে যদি মুখোমুখি সংঘর্ষ বাধে, তবে তার পরিণতি মারাত্মক হবে। রীতিমতো আক্রমণাত্মকভাবে ভারতের পক্ষ থেকে বক্তব্য দেন অন্যন্যা। তিনি সাধারণ সভায় উপস্থিত অন্য প্রতিনিধিদের উদ্দেশ্য করে প্রশ্ন করেন, ‘এই সমাবেশে আমি যদি এই বিষয় নিয়ে প্রশ্ন তুলি যে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ সম্প্রতি ওসামা বিন লাদেন এবং হাক্কানী নেটওয়ার্কের মতো সন্ত্রাসবাদীদের পাকিস্তানের নায়ক বলে অভিহিত করেছেন এ বিষয়ে কী জবাব দেবেন তারা?’ অনন্যা আগরওয়াল বলেছেন, পাকিস্তানের মাটিতে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, তা সত্ত্বেও ভারতকে অসম্মানিত করার কোন সুযোগ হাতছাড়া করে না পাকিস্তান।
×