ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে সহপাঠীর গুলিতে নিহত দুই ॥ সন্দেহভাজন কিশোর আটক

প্রকাশিত: ০৯:২৯, ১৬ নভেম্বর ২০১৯

 যুক্তরাষ্ট্রে সহপাঠীর গুলিতে নিহত দুই ॥ সন্দেহভাজন কিশোর আটক

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে দুই সহপাঠী নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে স্কুলের কার্যক্রম শুরুর কয়েক মিনিট আগে লস এ্যাঞ্জেলসের উত্তরে সান্তা ক্লারিতা শহরের সগাস হাইস্কুলে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের। বৃহস্পতিবার সন্দেহভাজন এ হামলাকারীর ষোড়শ জন্মদিন ছিল। পুলিশ বলছে তারা বৃহস্পতিবার সকাল ৭টা ৩৮ মিনিটের দিকে প্রথম এ গুলির খবর পায়। লস এ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তা এ্যালেক্স ভিলানুভা বলেন, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা একাধিক ফোন পাই। দুই মিনিটের ভেতরই ঘটনাস্থলে পুলিশের প্রথম ইউনিটটি পৌঁছায়। তিনি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে সন্দেহভাজন ওই কিশোরও ছিল। ‘সন্দেহভাজনের বয়স ১৬ বছর। এদিন তার জন্মদিন ছিল বলে আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ ক্যাপ্টেন কেন্ট ওয়েগনার জানান। স্থানীয় গণমাধ্যমগুলোতে সন্দেহভাজনের নাম নাথানিয়েল বেরহাউ বলে উল্লেখ করা হয়েছে।
×