ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজায় ইসরাইলী হামলায় ইসলামী জিহাদের কমান্ডার নিহত

প্রকাশিত: ০৯:২৮, ১৬ নভেম্বর ২০১৯

 গাজায় ইসরাইলী হামলায় ইসলামী জিহাদের কমান্ডার নিহত

গাজা উপত্যকায় ইসলামী জিহাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে ইসরাইলের হামলায় ইসলামী জিহাদের এক কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিনীর সামরিক সূত্র এ কথা জানায়। এ হামলায় একই পরিবারের আটজন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে ফিলিস্তিনী কর্মকর্তারা। এক সপ্তাহের লড়াইয়ে ফিলিস্তীনের ৩৪ নাগরিক নিহত হওয়ার পর করা অস্ত্রবিরতি চুক্তি ইসরাইলের এসব হামলার ফলে অকার্যকর হয়ে পড়ল। খবর এএফপির। ইসরাইলের সেনা মুখপাত্র অভিচি আদ্রি বলেন, বৃহস্পতিবার সকালে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে গতরাতে গাজার দেইর আল বালাহতে হামলায় ইসলামিক জিহাদ কমান্ডার রাশমি আবু মালহাস নিহত হয়েছে। রাশমি রকেট ইউনিটের কমান্ডার ছিলেন। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের হামলায় রাশমি আবু মালহাসের পরিবারের পাঁচ শিশুসহ আটজন নিহত হয়েছে। ইসরাইলী সেনা মুখপাত্রের দাবি নাকচ করে রাশমির আত্মীয়, পাড়া প্রতিবেশী জানিয়েছে, রাশমি ইসলামী জিহাদ কমান্ডার নয়, ফিলিস্তিনী কর্তৃপক্ষের সামরিক পুলিশ কর্মকর্তা ছিলেন। ইসলামী জিহাদের এক কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলাকে কেন্দ্র করে গাজা উপত্যকায় দু’দিনের ব্যাপক সহিংসতার পর বৃহস্পতিবার সকাল থেকে অস্ত্রবিরতি পালন শুরু হয়। তবে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) সাংবাদিকদের জানায়, ইসলামী জিহাদের অবস্থান লক্ষ্য করে রাতভর নতুন করে বিমান হামলা চালানো হয়। হামাসের পর গাজায় ইসলামী জিহাদ হচ্ছে দ্বিতীয় শক্তিশালী ফিলিস্তীন গ্রুপ। তারা জানায়, ‘আইডিএফ গাজায় ইসলামী জিহাদ গ্রুপের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।’ সামরিক সূত্র জানায়, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকা থেকে ইসরাইলে পাঁচবার রকেট হামলা চালানোর জবাবে নতুন করে এ বিমান অভিযান শুরু করা হয়। গাজা থেকে ছোঁড়া এসব রকেটের দু’টি আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ঠেকিয়ে দেয়। যুদ্ধ বিরতি চুক্তির পরে বৃহস্পতিবার গাজা সীমান্তবর্তী ইসরাইলী অঞ্চলে শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপন শুরু হয়।
×