ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৯, ১৫ নভেম্বর ২০১৯

ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার সূত্রাপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ রাশেদ ও নুরুল আলম। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, বুধবার রাতে সূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি উত্তরের গুলশান জোনাল টিম। তাদের কাছ থেকে ইয়াবা বহনে ব্যবহৃত একটি জিপ গাড়িও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ থেকে ইয়াবা কিনে ঢাকায় এনে সূত্রাপুর ও মোহাম্মদপুরে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করত। তাদের বিরুদ্ধে মাদক আইনে সূত্রাপুর থানায় একটি মামলা করা হয়েছে। সব শহরে গরুর হোস্টেল গরুর খাঁটি দুধ এখন অনেকটাই দুর্লভ। ভারতের প্রতিটি শহর বা নগর অঞ্চলে তৈরি হতে যাচ্ছে গরু হোস্টেল। দেশটির সরকার এমনই এক পদক্ষেপ নিয়েছে বলে খবরে বলা হয়েছে। ভারতের নবগঠিত জাতীয় গরু কমিশন দেশটির সরকারের কাছে প্রস্তাব করেছে প্রতিটি শহর বা শহুরে অঞ্চলে ১০ থেকে ১৫টি বিশেষ জায়গা বরাদ্দ দেয়ার। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের কাছে এমন প্রস্তাব পাঠানো হয়েছে। বিশেষভাবে বরাদ্দকৃত এসব জায়গা খোলা হবে গরু হোস্টেল। কেউ একটি গাভী পালতে চাইলে তিনি সেটি কিনে সেই হোস্টেলে রাখবেন। এজন্য তাকে কিছু ফি দিতে হবে হোস্টেল কর্তৃপক্ষকে। শহর অঞ্চলে যাদের গুরু কিনে তা লালন-পালন করার স্বপ্ন তারা এসব হোস্টেলে নিজেদের পছন্দমতো গরু কিনে রাখতে পারবেন। -টাইমস অব ইন্ডিয়া
×