ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি অধিভুক্ত সাত কলেজের বাণিজ্য ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা আজ

প্রকাশিত: ১২:৩৯, ১৫ নভেম্বর ২০১৯

ঢাবি অধিভুক্ত সাত কলেজের বাণিজ্য ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা আজ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সরকারী সাত কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের অধীনে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মোট নয়টি কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। পরীক্ষা কেন্দ্রগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারী কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল এবং নীলক্ষেত হাইস্কুল। বাণিজ্য ইউনিটে ৫,২১০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২১ হাজার ৮শ’ ৮৫ জন। বিস্তারিত তথ্য িি.ি৭পড়ষষবমব.ফঁ.ধপ.নফ ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।
×