ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ১২:৩৮, ১৫ নভেম্বর ২০১৯

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০ টাকা কেজি দামের পেঁয়াজ এখন ২০০ টাকা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. মোশাররফ বলেন, এ সরকার আজকে আমাদের পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। প্রধানমন্ত্রী নাকি তার পরিবারে বলেছেন, পেঁয়াজ দিয়ে তরকারি দরকার নেই। সরকারের সমালোচনা করে ড. মোশাররফ বলেন, ভোট ছাড়া সরকার হলে পেঁয়াজ ছাড়া তরকারি হবে না কেন? তাই ভোট ছাড়া যে এ সরকার ক্ষমতায় এসেছে সেটা প্রমাণ করার জন্যই শেখ হাসিনা আমাদের পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ড. মোশাররফ বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের রাগের কারণে তিনি এখনও কারাগারে। কোন মামলার জন্য নয়, গণতন্ত্রকে হত্যা করার জন্য তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র নাই, এমন অবস্থা যে ওপর থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে। এই পচন থেকে দেশকে রক্ষা করতে হলে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তবে খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আয়োজক সংগঠনের চেয়ারম্যান ক্বারী মোঃ আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
×