ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ পুলিশ লাইন্সে স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক নির্মূল না হলে ভবিষ্যত প্রজন্ম হারিয়ে যাবে

প্রকাশিত: ১২:৩৫, ১৫ নভেম্বর ২০১৯

মাদক নির্মূল না হলে ভবিষ্যত প্রজন্ম হারিয়ে যাবে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি মাদকের ভয়াবহ বিস্তারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সমাজ থেকে মাদক নির্মূল করা না গেলে আমরা ভবিষ্যত প্রজন্মকে হারিয়ে ফেলব। আর তাই মাদক নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ থেকে আমরা সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করেছি। সমাজ থেকে এখন মাদক নির্মূল করতে সব ধরনের প্রচেষ্টা ও পদক্ষেপ নেয়া হয়েছে। মাদকমুক্ত দেশ ও জাতি গঠনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ পুলিশি লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশ ও অনলাইনে থানায় সাধারণ ডায়েরি কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহের কোতোয়ালি ও ভালুকা মডেল থানায় অনলাইনে সাধারণ ডায়েরি কার্যক্রম উদ্বোধন করে আরও বলেন, আমরা অনলাইনে পুলিশ ক্লিয়ারিংয়ের ব্যবস্থাসহ সব সেবা দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। তিনি ৯৯৯ সেবার সুফল বর্ণনা করতে গিয়ে বলেন, এই সেবা এখন সারাদেশে পরিচিতি লাভ করেছে। মানুষ যেখানেই অসুবিধায় পড়ে যান তখন ৯৯৯ চাপ দিলেও পুলিশ এসে তার পাশে দাঁড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে ময়মনসিংহ পুলিশ লাইন্সে চেতনায় অম্লান ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ এর ফলক উন্মোচন করেন এবং সন্ত্রাস জঙ্গীবাদ মাদক ইভটিজিং ও বাল্যবিয়ে নিয়ে আন্তঃজেলা পুলিশ সুপার বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, মনিরা সুলতানা মনি এমপি, ময়মনসিংহের সিটি মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট জহিরুল হক খোকা, নাগরিক আন্দোলনের সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান খান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান, ডিআইজি-ময়মনসিংহ রেঞ্জ নিবাস চন্দ্র মাঝি, ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। স্থানীয় সংসদ সদদ্য ফাহমি গোলন্দাজ বাবেল, আনোয়ারুল আবেদীন খান তুহীন ও কাজিম উদ্দিন আহমেদ ধনু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান মন্টু, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, লেখক জাফর ইকবাল, ময়মনসিংহ কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক আমির আহাম্মদ চৌধুরী রতন, জাদুশিল্পী জুয়েল আইচ, ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান, সরকারী আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্রসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
×