ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উৎপাদন শিল্পের বিকাশে বগুড়ায় তিনদিনের আইএমএমইই মেলা শুরু

প্রকাশিত: ১২:৩৩, ১৫ নভেম্বর ২০১৯

উৎপাদন শিল্পের বিকাশে বগুড়ায় তিনদিনের আইএমএমইই মেলা শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ উৎপাদনশীল শিল্পের উন্নয়ন ও বিকাশে বৃহস্পতিবার বগুড়ায় তিন দিনের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি এ্যান্ড মেনুফ্যাকচারিং ইকুইপমেন্ট এক্সপো (আইএমএমইই) মেলা শুরু হয়েছে। শহর থেকে প্রায় ৪ কিলোমিটার উত্তরে মমো ইন কনভেনশন সেন্টারে (আইএমএমইই) দশ হাজার স্কয়ার মিটারজুড়ে এই মেলায় আটটি দেশের ৬০টি কোম্পানির আধুনিক মেশিন এবং উত্তরের ১৬ জেলার বিভিন্ন শিল্প ইউনিটের উৎপাদিত পণ্য প্রদর্শিত হচ্ছে। ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠানের মালিক ও দর্শনার্থীদের আগমনে মেলা পূর্ণতা পেয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্র্রির সভাপতি মাসুদুর রহমান মিলন। মেলা চলবে ১৭ নবেম্বর পর্যন্ত। বগুড়া বিসিএল গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার মাহমুদ জানালেন, এটি একটি আন্তর্জাতিক প্রদর্শনী। বগুড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। মেলার লক্ষ্য বিশ্বের উন্নত প্রযুক্তির সকল মেশিনারি কোম্পানির পণ্য ও সুবিধা প্রদানে সহযোগিতা। যাতে দেশের শিল্প উদ্যোক্তা ও শিল্প মালিকগণ প্রতিযোগিতার বাজারে পণ্য বিপণনে ধারণা পেতে পারে। একইসঙ্গে উন্নতমানের মেশিনারি স্থাপন করতে পারে। এই মেলায় দেশীয় কোম্পানি ছাড়াও ভারত, চীন, ইতালি, জার্মানি, তাইওয়ান, কোরিয়া, জাপান ও তুরস্কের কোম্পানি এসেছে। মেলায় শিল্প মেশিনারিসহ পণ্য তৈরিতে যে উপকরণ দরকার হয় সেগুলো প্রদর্শিত হচ্ছে। যার মধ্যে আছে জুট,ফিড, পেপার, টাইলস, ফুড, রাইস, তেল, ইট, সিমেন্ট, রড, মেটাল, প্লাস্টিক, বয়লার, জেনারেটর, কম্প্রেসার, ওয়েস্কেল, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ফায়ার সেফটি ইক্যুইপমেন্ট, পাইপ লাইন, মোটর, পাম্প, ভাল্ব, ওয়াটার ট্রিটমেন্ট সাবস্টেশন ইত্যাদি। বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন জানান, উত্তরাঞ্চলে শিল্প প্রতিষ্ঠানে যথেষ্ট উন্নতি হয়েছে। একদার শিল্প নগরী বগুড়ার অনেক শিল্প যেমন বন্ধ হয়ে গেছে তেমনি অনেক শিল্প ধীরে ধীরে গড়ে উঠে পূর্বের সুনাম ফিরে আসছে। অনেক পণ্য বিদেশে রফতানি হচ্ছে এবং রফতানির পথে পা বাড়িয়েছে। পাটের তৈরি বস্তা, সুতলি, ওয়েস্কেল, রাইসব্রান, তিল, ভুট্টা, আলু রফতানি হচ্ছে। উত্তরাঞ্চলে টাইলস, গ্লাস, কাগজ, পাট, মেটাল, অটোব্রিক্স, প্যাকেজিং, ফুড এ্যান্ড বেভারেজ, সিরামিক, প্লাস্টিক ফুলসহ নানা পণ্য উৎপাদিত হচ্ছে। আয়োজক প্রতিষ্ঠানের সমন্বয়ক সাখাওয়াত হোসেন জানান, এই মেলা উত্তরাঞ্চলের শিল্প উন্নয়ন এবং নতুন শিল্প উদ্যোক্তা তৈরি বিশেষ করে কর্মক্ষম বেকার যুবকদের শিল্প উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেন্যু পার্টনার মম ইনের হেড অব এ্যাডমিন ইবনুল হাসান, লজিস্টিক পার্টনার ফিউচার ইভেন্টের শেখ পাপ্পু হাসান, গ্লোবাল ইভেন্ট এ্যান্ড ইন্টেরিয়রের স্বত্বাধিকারী সেলিম মিয়া প্রমুখ।
×