ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইর রাজস্ব কমেছে

প্রকাশিত: ১২:৩০, ১৫ নভেম্বর ২০১৯

ডিএসইর রাজস্ব কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আগের মাসের তুলনায় অক্টোবরে সরকারের রাজস্ব আদায় কমেছে ২৮ শতাংশ। লেনদেনের মন্দাবস্থার কারণে সরকারের রাজস্ব আদায়ে এই ভাটা পড়েছে। জানা গেছে, চলতি বছরের অক্টোবর মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ২৩ লাখ টাকা। যার পরিমাণ সেপ্টেম্বর মাসে ছিল ১৫ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে ৪ কোটি ৪৩ লাখ টাকা বা ২৮ শতাংশ। চলতি বছরের অক্টোবরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৭ কোটি ২ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ৪ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে অক্টোবর মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ২৩ লাখ টাকা। অন্যদিকে আগের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ৮ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়। ন্যাশনাল ফিডের মুনাফা বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৩৩ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর ’১৯) এই মুনাফা বেড়েছে। চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.১৩ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৩ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১০ টাকা বা ৩৩৩ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৮৪ টাকায়।
×