ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ১২:৩০, ১৫ নভেম্বর ২০১৯

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অথনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৮ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৯ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৭০ কোটি ৮৫ লাখ টাকা কম। বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকা। ডিএসইতে ৩৪৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩২৭ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১১০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। ৬৩ ভাগ ব্যাংকের দর কমেছে ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর ব্যাংক খাতে শেয়ার দর কমেছে ৬৩ শতাংশ প্রতিষ্ঠানের। দিনটিতে ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নেয়। ব্যাংকগুলোর মধ্যে ৬টির বা ২০ শতাংশের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৯টির বা ৬৩ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫টির বা ১৭ শতাংশ ব্যাংকের। শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৯০ টাকা কমেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৫০ টাকা কমেছে ট্রাস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৪০ টাকা কমেছে পূবালী বাংকের। এছাড়া উত্তরা, ইস্টার্ন, ডাচ বাংলা, ব্র্যাক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ০.৩০ টাকা করে; ব্যাংক এশিয়া, ইসলামী, প্রাইম ও রূপালী ব্যাংকের ০.২০ টাকা করে এবং স্ট্যান্ডার্ড, সাউথইস্ট, ওয়ান, ন্যাশনাল, যমুনা, আইসিবি ইসলামিক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে। ৬টি ব্যাংকের শেয়ার দর বেড়েছে। ব্যাংকগুলোর মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের ০.২০ টাকা এবং এবি, সিটি, প্রিমিয়ার, শাহজালাল ইসলামী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে। ৫টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছেÑ স্যোসাল ইসলামী, এনসিসি, আইএফআইসি, এক্সিম ও ঢাকা ব্যাংক।
×