ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১১:৫৮, ১৫ নভেম্বর ২০১৯

ঝলক

সবচেয়ে দামী হাতঘড়ি বিশ্বের সবচেয়ে দামী ঘড়ি সুইস কোম্পানির। প্যাটেক ফিলিপের এই ঘড়িটি নিলামে তিন কোটি ১০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বিলাসবহুল ঘড়ির কথা মনে হলেই সবার আগে যে দেশটির নাম সামনে আসে সেটি হলো সুইজারল্যান্ড। সেই সুইজারল্যান্ডের অন্যতম ঘড়ি নির্মাতা প্যাটেক ফিলিপ। শনিবার তারা একটি ঘড়ির নিলামের আয়োজন করে। নিলামে ‘প্যাটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম রেফারেন্স ৬৩০০এ-০১০’ ঘড়িটির এই দাম ওঠে। ডাচেন মাসকুলার ডেস্ট্রফি নামে একটি জিনঘটিত রোগের চিকিৎসার গবেষণার জন্য অর্থ সংগ্রহ করছে প্যাটেক ফিলিপ। সেই কারণেই এই ঘড়ি নিলামের আয়োজন করা হয়। সংস্থাটির প্রেসিডেন্ট থিয়েরি স্টের্ন বলেন, তার আশা ছিল ১১ লাখ মার্কিন ডলারের মতো দাম উঠবে। তারা কল্পনাও করতে পারেননি এত দাম হবে। ১৮৩৯ সাল থেকে ঘড়ি তৈরি করছে প্যাটেক ফিলিপ। তবে যে ঘড়িটি, বুর্জ খালিফায় দেড় হাজার স্কয়ার ফুটের ৩২টি এ্যাপার্টমেন্ট বা রোলস রয়েস ফ্যান্টমের সেরা মডেলের ১১টি গাড়ির দামে বিক্রি হয়েছে সেটি কোম্পানির সবচেয়ে জটিল নক্সার ঘড়ি। এই হাতঘড়িতে রয়েছে ১৩৬৬টি ছোট-বড় পার্টস ও ২১৪ কেস কম্পোনেন্ট। শুধু এর জটিল ডিজাইনই নয় স্টেনলেস স্টিলের এই ঘড়িটিতে রয়েছে ১৮ ক্যারেটের ‘রোজ গোল্ড’ কেস। ঘড়িতে ঘণ্টা মিনিট সেকেন্ডের পাশাপাশি পাওয়া যাবে দিন, মাস, বছরও। শুধু তাই নয় এই তারিখ লিপিয়ার হিসেব করে চলে। Ñসিএনবিসি নাকের ওপর লেজ যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে জন্মের পরই নাকের ওপরে একটি ছোট্ট লেজ নিয়ে জন্ম নিয়েছে দশ সপ্তাহের কুকুর নারহোয়াল। শুনতে খারাপ লাগলেও, দেখতে অতটা খারাপ লাগছে না। অনেকটা ইউনিকর্নের মতো। শিংয়ের পরিবর্তে নরম তুলার এক লেজের আকার নিয়েছে সেটি। আপাতত দুটি লেজ নিয়ে দিব্যি ভাল রয়েছে। মিসৌরির একটি রেসকিউ সেন্টারে এখন সে ভাল আছে। রাস্তার এককোণায় পড়েছিল। তারপর ম্যাক মিশন তাকে উদ্ধার করে সেন্টারের নিয়ে যায়। সেন্টারের সকলেই নারহোয়ালের সঙ্গে খেলতে চায়। সবার মধ্যে থাকতেও পছন্দ করে সে। সেন্টারের চিকিৎজানিয়েছেন, এক্সরে করে দেখা গেছে, মাথার ওপর ওই লেজের মতো দেখতে ওই জিনিসটিতে কোন হাড় নেই। স্বাস্থ্যের জন্য সেটি খারাপ কিছু প্রভাবও রাখছে না। ভালভাবেই বেঁচে থাকতে পারবে নারহোয়াল। -ইন্ডিয়া টাইমস
×