ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেশি দামে পেঁয়াজ বিক্রি

শ্যামবাজার ও শরীয়তপুরে অভিযান

প্রকাশিত: ১১:৫৬, ১৫ নভেম্বর ২০১৯

শ্যামবাজার ও শরীয়তপুরে অভিযান

স্টাফ রিপোর্টার ॥ পেঁয়াজের রাশ টেনে ধরা যাচ্ছে না। লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। এই লাগাম টেনে ধরার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ পাঁচ সরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত আন্তঃমন্ত্রণালয় অভিযানিক দল অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে বৃহস্পতিবার রাজধানী ও শরীয়তপুরে অভিযান চালিয়ে সামান্য পরিমাণ জরিমানা আদায় করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার শ্যামবাজারের আড়তে মাত্রাতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করা এবং পেঁয়াজের মূল্য তালিকা না টাঙ্গানোয় তিন দোকানকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আন্তঃমন্ত্রণালয় অভিযানিক দল। দুপুরে শ্যামবাজারের আড়তে বাণিজ্য, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত এই অভিযানিক দল অভিযান শুরু করে। এতে ম্যাজিস্ট্রেট হিসেবে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে বিভিন্ন দোকানে পেঁয়াজের বিপুল মজুদ দেখা গেছে। অভিযানে মেসার্স বাণিজ্যালয়, নিট বাণিজ্যালয়, সিকদার এ্যান্ড সন্স ও রফিক ট্রেডার্স নামে চারটি দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে রফিক ট্রেডার্স পাইকারি ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করলেও পাশের বাকি দোকানগুলো পেঁয়াজ বিক্রি করছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। পরে রফিক ট্রেডার্স ছাড়া বাকি তিন দোকানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এদিকে একই দুপুরে শরীয়তপুরের পালং বাজার ও আংগারিয়া বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে এক আড়তদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শরীয়তপুর অফিসের সহকারী পরিচালক সুজন কাজী বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করেন। তিনি জানান, মেসার্স মাহাবুব খান ট্রেডার্সের মালিক মোঃ মিরাজ খান ১৪০/১৪৫ টাকা দরে পেঁয়াজ কিনে ১৭৫/১৮০ টাকায় বিক্রি করছিলেন। এছাড়া আড়তে পেঁয়াজের মূল্য তালিকাও ছিল না। এ কারণে তাকে এক লাখ ৫০ হাজার জরিমানা করা হয়।
×