ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রামীণ ফোনের কাছে পাওনা ১২ হাজার ৫৮০ কোটির বিষয়ে আদেশ ১৮ নবেম্বর

প্রকাশিত: ১১:১৭, ১৫ নভেম্বর ২০১৯

গ্রামীণ ফোনের কাছে পাওনা ১২ হাজার ৫৮০ কোটির বিষয়ে আদেশ ১৮ নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ বিটিআরসিকে ২০০ কোটি টাকা দিতে রাজি হয়েছে গ্রামীণ ফোন। তাদের আইনজীবী আদালতে এ কথা জানিয়েছেন। অন্যদিকে গ্রামীণ ফোনের কাছে বাংলাদেশ টেলিয়োগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পাওনা (বিটিআরসি) ১২ হাজার ৫৮০ কোটি টকার হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়ে করা আবেদনের শুনানি শেষ হযেছে। আদেশের জন্য ১৮ নবেম্বর দিন নির্ধারন করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট আপীল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপীল আবেদন করা হয়েছে। গ্রামীণ ফোনের বিষয়ে আদেশের জন্য ১৮ নবেম্বর পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। আদালতে গ্রামীণ ফোনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। শুনানিতে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, তারা বিটিআরসিকে ২০০ কোটি টাকা দিতে রাজি। অর্থমন্ত্রী ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে সমঝোতা বৈঠকের পর প্রস্তাবনা অনুযায়ী ২০০ কোটি টাকা দিতে চায় গ্রামীণ ফোন। এর বিরোধিতা করে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, গ্রামীণ ফোনের কাছ থেকে বিটিআরসির পাওনা আদায়ের উপর হাইকোর্টের দেযা নিষেধাজ্ঞা আমরা স্থগিত চাই। এরপর আদালত আদেশের জন্য দিন ধার্য করেন। গত ৩১ অক্টোবর গ্রামীণ ফোনকে দুই সপ্তাহের সময় দিয়ে ১৪ নবেম্বর পর্য্যন্ত শুনানি মুলতবি করে ছিল। এরই ধারাবাহিকতায় শুননি হয়েছে। ২১ অক্টোবর আপীল বিভাগের চেম্বার জজ বিচারপতি মোঃ নুরুজ্জামান বিটিআরসির আদেশের উপর নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৪ অক্টোবর দিন নির্ধারন করে দেয়। ২৪ অক্টোবর পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকার জন্যে গ্রামীণ ফোন ন্যূনতম কত টাকা বিটিআরসি কে দিতে পারবে তা জনতে চায় সুপ্রীমকোর্ট আপীল বিভাগ। ২০ অক্টোবর বিটিআরসি হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। ১৭ অক্টোবর বিচারপতি একে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীব গ্রামীণ ফোনের কাছে বিটিআরসি র ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা আদায়ের উপর দুই মাসের অন্তবর্তী নিষেধাজ্ঞা দেয়। চলতি বছরের ২ এপ্রিল বিভিন্ন খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করে বিটিআরসি গ্রামীণ ফোনকে চিঠি দিয়েছিল। পরে গ্রামীণ ফোন ঐ চিঠির বিষয়ে নি¤œ আদালত মামলা করে। একই সঙ্গে ঐ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। ২৮ আগস্ট নি¤œ আদালত গ্রামীণ ফোনের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেয়। ও আদেশের বিরুদ্ধে আপীল করে গ্রামীণ ফোন । খালেদা জিয়ার আপীলে জামিনের আবেদন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপীলে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ।
×