ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাহাতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট

প্রকাশিত: ১১:১৬, ১৫ নভেম্বর ২০১৯

রাহাতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ছাত্র নাঈমুল আবরার রাহাতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও সংস্থা কর্তৃক তেজষ্ক্রিয়তাযুক্ত জাহাজ নর্থ সি প্রডিউসার (এম.টি প্রডিউসার)-কে প্রদত্ত আমদানি অনুমতি, সৈকতায়নের অনুমতি এবং ভাঙ্গার অনুমতি অবৈধ ঘোষণা করছে আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ ছাত্র নাঈমুল আবরার রাহাতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বৃহস্পতিবার তার পরিবারের পক্ষে আইনজীবী ফয়জুর রহমান এই রিট করেন। রিটে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব, শিক্ষা সচিব, বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), বিদ্যুত বিতরণ কর্তৃপক্ষ (ডেসা), দৈনিক প্রথম আলোর প্রকাশক, সম্পাদক এবং সাময়িকী কিশোর আলোর সম্পাদককে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, প্রথম আলো কর্তৃপক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা আদায়ের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনার জন্য প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বাকি বিবাদীদের প্রতি নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষে সুপ্রীমকোর্টের আইনজীবী ফাইজুল্লাহ ফয়েজ রিটটি দায়ের করেন। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চের অনুমতি নিয়ে তিনি রিটটি দায়ের করেছেন বলে জানিয়েছেন। আগামী রবিবার আবেদনের শুনানির জন্য উপস্থাপন করা হবে বলেও জানান আইনজীবী। গত ১ নবেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজে প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আবরারের মৃত্যু হয়। এর পর গত ৩ নবেম্বর আবরারের মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনী নোটিস পাঠানো হয়। ১০ কোটি টাকা ক্ষতিপূরণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য সচিব, শিক্ষা সচিব এবং বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিবকে অনুরোধ জানিয়ে এ নোটিস প্রদান করা হয়। কিন্তু নোটিস পাওয়ার পরও কোন পদক্ষেপ গ্রহণ না করায় রিট করা হয়। মঈনুল আবরার মৃত্যুর ঘটনায় প্রথম আলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে দৈনিকটির সম্পাদকের বিরুদ্ধে ৬ নবেম্ব^র মামলা দায়ের করেন আবরারের বাবা মোঃ মুজিবুর রহমান। পরে বাদীর জবানবন্দী গ্রহণ করে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম মোঃ আমিনুল হক ময়নাতদন্তের জন্য আবরারের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। অনিয়ন্ত্রিত জাহাজভাঙ্গা রোধে আদালতের নির্দেশ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও সংস্থা কর্তৃক তেজষ্ক্রিয়তাযুক্ত জাহাজ নর্থ সি প্রডিউসার (এম.টি প্রডিউসার)-কে প্রদত্ত আমদানি অনুমতি, সৈকতায়নের অনুমতি এবং ভাঙ্গার অনুমতি অবৈধ ঘোষণা করছে আদালত। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোঃ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বৃহস্পতিবার জনস্বার্থমূলক মামলায় এ আদেশ প্রদান করেন। আদালত একইসঙ্গে জাহাজ ভাঙ্গা কার্যক্রম পরিচালনায় সকল দেশীয় ও আন্তর্জাতিক আইন ভঙ্গ হচ্ছে উল্লেখ করে তা নিয়ন্ত্রণে সরকারকে আবারও কয়েকদফা নির্দেশনা প্রদান করেছেন।
×