ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষা : গাজীপুরে শেষ দিনে অনুপস্থিত দেড় সহশ্রাধিক

প্রকাশিত: ০৮:৫০, ১৪ নভেম্বর ২০১৯

জেএসসি পরীক্ষা : গাজীপুরে শেষ দিনে অনুপস্থিত দেড় সহশ্রাধিক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জেএসসি পরীক্ষার শেষ দিন বৃহস্পতিবার গণিত পরীক্ষায় গাজীপুরে ১হাজার ৫৭২জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৮হাজার ৫৪৬জন থাকলেও উপস্থিত ছিল ৫৬হাজার ৯৭৪জন। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফি উল্লাহ জানান, এবার গাজীপুরে ৪০টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন বাংলা পরীক্ষায় মোট অনুপস্থিত ছিল এক হাজার ৩২৩জন পরীক্ষার্থী। এদিন ৫৬হাজার ৬৩৭জন পরীর্ক্ষীদের মধ্যে ৫৫হাজার ৩১৪জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। এছাড়া ওই পরীক্ষার দ্বিতীয় দিন অনুষ্ঠিত ইংরেজী বিষয়ে ৫৮হাজার ৬৯৩জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭হাজার ১৩০জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। ইংরেজী বিষয়েও অনুপস্থিত ছিল এক হাজার ৫৬৩জন। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা নানা কারণে অনুপস্থিত থাকতে পারে। তাদের অনেকেই অসুস্থতা, পরীক্ষা খারাপ তথা প্রস্তুতি খারাপ থাকায় অনেকেই দুই/একটি পরীক্ষায় অংশগ্রহণের পর আর পরীক্ষায় অংশ নেয়নি। তবে গাজীপুরে এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য মোট একজন শিক্ষার্থী এবং দুইজন কেন্দ্র সচিব বহিস্কার হয়েছে।
×