ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পড়ালেখা বিনোদনসহ মাতৃস্নেহে শৃঙ্খলা শিখছে সুবিধাবঞ্চিতরা

প্রকাশিত: ০৫:১৬, ১৪ নভেম্বর ২০১৯

পড়ালেখা বিনোদনসহ মাতৃস্নেহে শৃঙ্খলা শিখছে সুবিধাবঞ্চিতরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য যশোর সদরের রামনগরের পুকুরকূলে গড়ে উঠেছে ব্র্যাক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়। যেখানে শিশুরা পড়ালেখার পাশাপাশি শিখছে গান, নাচ, কবিতা আবৃত্তি, চিত্রাংকন। পড়ালেখার পাশাপাশি নিজেদের লেখা গল্প দিয়ে তৈরী করেছে দেয়াল পত্রিকা। বাংলা ও ইংরেজি শব্দ দিয়ে তৈরি করেছে শব্দকোষ। সেগুলো আবার শ্রেণিকক্ষের দেয়ালে মনোরম এক পরিবেশ সৃষ্টি করেছে তারা। সার্কেল ভিত্তিক পরিচালিত এই স্কুল থেকে শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিও পেয়েছে। এখানে শিক্ষকদের আন্তরিক পাঠদানে ফলাফল খুবই ভাল বলে জানান অভিভাবক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে স্কুলটিতে পাঠদান করছিলেন স্কুলের শিক্ষক শ্যামলী খাতুন। বাস্তব উপাদান দিয়ে পাঠটিকা তৈরি করে ভাগ অংক বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। পরে ছোট ছোট কাঠি হাতে নিয়ে সেই ভাগ অংক সমাধান দেয় মোহাম্মাদ আলী। রামনগর আমতলার ছোট একটা মুদি দোকান চালান তার বাবা। তিনি জানান, ছেলেটি আগে পড়ালেখায় তেমন মনোযোগী ছিল না। ব্র্যাক স্কুলে দেয়ার পর সে পড়ালেখায় বেশ মনোযোগী হয়েছে। ভাল ফলাফলও করছে। ইজিবাইক চালক মনিরুল ও গৃহিনী জোহরার তিন সন্তানের মধ্যে মেজো সন্তান রায়হানের লেখাপড়ার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এখানে স্কুল টাইমে পড়ালেখা শেষ না হলে বিকালে বিনা পয়সায় অতিরিক্ত ক্লাস করানো হয় বলে জানান ওই স্কুলের শিক্ষার্থীরা। তাই তাদের পড়ালেখা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা করতে হয়না। তাছাড়া স্কুলে পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কাজ করানো হয়। ফলে শিক্ষার্থীদের একঘেয়েমি লাগেনা ও স্কুলের উপস্থিতি ঠিক থাকে। স্কুলের শিক্ষক শ্যামলী খাতুন জানান, তিনি এই স্কুলে যোগদানের পর এটা তার চতুর্থ সার্কেল। প্রথম শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদেরকেই শিক্ষাদানের পর দ্বিতীয় শ্রেণিতে এভাবে তৃতীয়, চতুর্থ ও সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে শেষ হয় এক সার্কেল। জেলা ব্র্যাক প্রতিনিধি এসএম ইদ্রীস জানান, স্কুল থেকে ঝরে পড়া একটি শিশুও যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে ব্র্যাক সরকারের সহযোগী হয়ে কাজ করছে। পড়ালেখার পাশাপাশি মাতৃস্নেহে শৃঙ্খলা ও নিয়মকানুন শিখিয়ে আজকের সুবিধা বঞ্চিত শিশুকে জনশক্তিতে পরিণত করতে ব্র্যাক শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে।
×