ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে উপকূল দিবস ঘোষণার দাবিতে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ০৫:১১, ১৪ নভেম্বর ২০১৯

বাঁশখালীতে উপকূল দিবস ঘোষণার দাবিতে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ সারাদেশের ন্যায় চট্টগ্রামের উপকূলবর্তী বাঁশখালী উপজেলায় ১২ নবেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষনার দাবিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নবেম্বর) সকালে শেখেরখীল ইউনিয়ন পরিষদে প্রথম র‌্যালি এরপর উপজেলা সদরস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপকূল সংগঠক ও সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক প্রথম আলো প্রতিনিধি হিমেল বড়ুয়া বাপ্পা, এনজিও কর্মকর্তা শেখ মাসুম বিল্লাহ, আমান উল্লাহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, উপকূলের জনগণের দুঃখ গাঁথা গুলো সহজে কারো চোখে পড়েনা। যখন বড় ধরনের দুর্যোগ হয় তখন সবাই আসে সমবেদনা জানাতে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরে উপকূলের জনগণের জীবনমান রক্ষা ও নিরাপত্তার স্বার্থে সকল ধরনের ব্যবস্থা গ্রহনের আহবান জানান বক্তারা।
×