ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবিতে আন্দোলনে সাময়িক বিরতি

প্রকাশিত: ১০:২২, ১৪ নভেম্বর ২০১৯

 জাবিতে আন্দোলনে  সাময়িক  বিরতি

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে (জাবি) উপাচার্যের অপসারণ দাবিতে চলমান আন্দোলনে হামলার বিচার এবং আগামী ২১ নবেম্বরের মধ্যে হল খুলে দেয়ার আল্টিমেটাম দিয়েছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে তদন্ত কার্যক্রমের প্রতি আস্থা রেখে সাময়িকভাবে আন্দোলনে বিরতির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ^বিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘শুধু আর্থিক কেলেঙ্কারি নয়, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেয়া, অদক্ষ ও অযোগ্য ভারপ্রাপ্ত প্রশাসন দিয়ে বিশ^বিদ্যালয়ের কাজ বাধাগ্রস্ত করা, সিনেট পূর্ণাঙ্গ না করাসহ বিভিন্ন কারণে উপাচার্যের অপসারণ জরুরী। এটাই বিশ^বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার একমাত্র পথ। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।’
×