ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরফ যুগের পায়ের ছাপ

প্রকাশিত: ১০:১৯, ১৪ নভেম্বর ২০১৯

 বরফ যুগের পায়ের ছাপ

নিউ মেক্সিকোর ন্যাশনাল মনুমেন্টের সাদা বালির নিচে একটি বিশেষ ধরনের রাডার ব্যবহার করে মাটির তলায় বিশাল বিশাল পায়ের ছাপ খুঁজে পেয়েছেন একদল বিজ্ঞানী। যেগুলো বরফ যুগের শেষের দিকের বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সেগুলোর বয়স হবে অন্তত ১২ হাজার বছর। বিজ্ঞানীরা মনে করছেন, পায়ের ছাপগুলো থেকে অনেক অজানা তথ্য বের হবে। পায়ের ছাপগুলো থেকে জানা যাবে, সেই সময় মানুষ ও প্রাণীদের গতিবিধি সংক্রান্ত বেশ কিছু তথ্য। পায়ের ছাপ খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির ওয়েবসাইটে। গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, পায়ের ছাপের মালিকদের মধ্যে মানুষ ছাড়াও ম্যামথ, স্লথের মতো বড় বড় প্রাণীও রয়েছে। জীবাশ্মগুলো থেকে মানুষসহ প্রাণীদের ওজন, দেহের গঠনের একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তাদের হাঁটা-চলা কেমন ছিল তাও বোঝা যাবে বলে দাবি করেছেন গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী টমাস আর্বান। টমাস জানিয়েছেন, নিউ মেক্সিকোর ন্যাশনাল মনুমেন্টের সাদা বালির নিচের পায়ের ছাপগুলি পাওয়ার জন্য গ্রাউন্ড-পেনিট্রেট রাডার ব্যবহার করা হয়েছিল। পদ্ধতিটি ব্যবহার করে অনেক জায়গায় ডাইনোসরের পায়ের ছাপও পাওয়া যাবে। এমনকি প্রাচীন যুগে মানুষের অনেক পায়ের ছাপও মিলতে পারে। ফলে আরও অনেক তথ্য সামনে আসবে। -ইন্ডিপেন্ডেন্ট
×