ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেপরোয়া চালক- আরেক শিশুর প্রাণ গেল যাত্রাবাড়ীতে

প্রকাশিত: ১০:১৫, ১৪ নভেম্বর ২০১৯

  বেপরোয়া চালক- আরেক শিশুর প্রাণ গেল যাত্রাবাড়ীতে

স্টাফ রিপোর্টার ॥ নতুন সড়ক আইন বাস্তবায়ন করা হলেও চালকদের বেপরোয়া মনোভাব থামেনি। রাজপথে আরও এক চালকের উন্মত্ত আচরণে খেসারত দিতে হয়েছে ছয় বছর বয়সী এক শিশুকে। বুধবার যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহতের নাম মোঃ মিলন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে যাত্রাবাড়ী সড়কে ওই চালক বেপরোয়া গতিতে বাসটি চালানোর সময় শিশুটিকে চাপা দেয়। এতে সে প্রথমে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বিকেলে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান- মিলন গাইবান্ধা সদর থানার বালাসিঘাট গ্রামের মোঃ কাইউম মিয়া ও নিমুরি বেগমের ছেলে। এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। শিশুটির মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শিশুটির খালাত ভাই মোঃ সাদ্দাম জানান, দুপুর সোয়া ২টার সময় যাত্রাবাড়ীর সামাদ মার্কেটের সামনে তুরাগ পরিবহনের একটি বাস মিলনকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরিবারে তিন ভাইয়ের মধ্যে মিলন ছিল ছোট। সে ধোলাইপাড় কবরস্থান গলিতে বাবা-মায়ের সঙ্গে থাকত। তার বাবা রিক্সাচালান ও মা গৃহকর্মীর কাজ করেন। ওয়ারীতে যুবক খুন রাজধানীর ওয়ারীতে ছুরিকাঘাতে আরিফ হোসেন (২৩) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় খবর পেয়ে ওয়ারীর নারিন্দা লালমোহন সাহা স্ট্রীটের ১৩৯ নম্বর বাড়ির ছাদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) সুজিত কুমার সাহা জানান, ওই বাড়ির ছাদে আরিফ একাই থাকতেন। তিনি একটি সিমেন্টের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। নিহতের শরীরে দু’তিনটি ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী দগ্ধ যাত্রাবাড়ীতে স্টোভে রান্না করার সময় স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে স্বামী দগ্ধ হয়েছেন। বুধবার দুপুরে উত্তর যাত্রাবাড়ীর বৌবাজার কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ দু’জন হলেন- ঝর্ণা আক্তার (১৯) ও মাসুদ রানা (২৫)। দগ্ধ দু’জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
×