ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৯:৪১, ১৪ নভেম্বর ২০১৯

  ঢাকা ইন্টারন্যাশনাল  ফোক ফেস্ট  শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ লোকসঙ্গীতের মহোৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৯’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। সান ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী এবারের আয়োজনটিও অনুষ্ঠিত হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এ সঙ্গীত পরিবেশন। এ বছর অনুষ্ঠিত হচ্ছে উৎসবের পঞ্চম আসর। বিগত বছরের মতো এবারও রয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ। এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলী জড়ো হচ্ছেন একই মঞ্চে। উল্লেখযোগ্য শিল্পীরা হলেন বাংলাদেশের শাহ্ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, বাউলিয়ানা’র কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্য দল, ভারতের দালের মেহেন্দি, পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ্, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে এ্যান্ড বামাদা।
×