ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশে যারা পাচ্ছেন করদাতার সম্মাননা

প্রকাশিত: ০৯:০২, ১৪ নভেম্বর ২০১৯

সারাদেশে যারা পাচ্ছেন করদাতার সম্মাননা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন ক্যাটাগরিতে এবার ৩৮ করদাতাকে দেয়া হয়েছে সেরা করদাতার সম্মাননা। বুধবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়কর বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন যেভাবে হচ্ছে সেভাবে করদাতার সংখ্যা বাড়ছে না। জিডিপির আকার চারগুণ হয়েছে। অথচ, করদাতার সংখ্যা বেড়ে হয়েছে মাত্র দ্বিগুণ। দেশের অন্তত এককোটি মানুষ কর দিতে সক্ষম। আমরা অবকাঠামোসহ বিভিন্ন পর্যায়ে উন্নয়ন চাই। কিন্তু কর দিতে উৎসাহী নই। জনগণ কর না দিলে উন্নয়ন হবে কিভাবে। কর প্রদান করে নিজেই সম্মানিত হওয়ার জন্য তিনি সকলের প্রতি আরহ্বান জানান। কর বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম অঞ্চলে এবার সেরা করদাতার সম্মাননা পেয়েছেন ৩৮ জন। এরমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ করদাতা হয়েছেন সদরউদ্দিন খান, আবু মোঃ জিয়াউদ্দিন খান ও সালাউদ্দিন কাশেম খান। সর্বোচ্চ কর প্রদানকারী নারী হিসাবে সম্মাননা পেয়েছেন শামীম হাসান। মহানগরীতে দীর্ঘমেয়াদে করদাতার সম্মাননা পেয়েছেন এবিএম বাসেত এবং আমজাদুল ফেরদৌস চৌধুরী। আর তরুণ করদাতা হিসাবে সম্মাননা পেয়েছেন মোঃ শাহাদাত হোসেন। জেলা পর্যায়ে যারা সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন তারা হলেন মোঃ লোকমান, মোঃ সেলিম ও শেখ নবি। নারী করদাতা হিসাবে সম্মাননা পেয়েছেন জান্নাতুল মাওয়া। আর তরুণ পুরুষ করদাতা হিসাবে জাহেদ চৌধুরী এবং দীর্ঘমেয়াদে হাজী মোঃ মুসা ও কামালউল্লাহ কর বিভাগের সম্মাননা পেয়েছেন। বুধবার একই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় রাঙ্গামাটি এবং বান্দরবান জেলার সেরা করদাতাদেরও। রাঙ্গামাটিতে সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মানিত হয়েছেন লোকমান হোসেন, রফিকুল আলম ও বদিউল আলম। নারী করদাতা হিসাবে চিত্রা চাকমা, তরুণ করদাতা হিসাবে তফাজ্জল হোসেন এবং দীর্ঘমেয়াদে করদাতা হিসাবে আসাদুজ্জামান মহসিন সম্মাননা পেয়েছেন। বান্দরবান জেলায় সর্বোচ্চ করদাতা হিসাবে নুরুল আবসার, আবদুস শুক্কুর ও অমল কান্তি দাশ সম্মাননা পেয়েছেন। ওই জেলায় নারী করদাতা হিসাবে মে হ্লা প্রুকে সেরা হিসাবে সম্মাননা প্রদান করা হয়। খুলনা বিভাগের ৭৭ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান খুলনা অফিস থেকে স্টাফ রিপোর্টার জানান, খুলনা বিভাগের ১০ জেলা ও খুলনা সিটি কর্পোরেশন নিয়ে গঠিত খুলনা কর অঞ্চলের সেরা ৭৭ করদাতাকে খুলনা কর অঞ্চলের পক্ষ থেকে বুধবার সম্মননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে খুলনা সিটি ইন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৮-১৯ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা এবং দীর্ঘ সময় কর প্রদানকারী এই চার শ্রেণীতে সম্মানান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সময়মতো ও সঠিক নিয়মে কর প্রদানে কোন বিকল্প নেই। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) ড. আব্দুল মান্নান শিকদার, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ মোস্তবা আলী, খুলনা কর অপীল অঞ্চলের কমিশনার মোঃ রফিকুল ইসলাম ও খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত করদাতারা হলেন- খুলনা সিটি কর্পোরেশনের মোঃ আবু বকর শেখ, সৈয়দ আবু নাসের, খান সাইফুল ইসলাম, মোঃ আব্দুল হামিদ সরদার, এস, এম মনিরুজ্জামান শাহীন, কাজী সানোয়ার হোসেন ও মিজ সাবিত্রী আগরওয়ালা। খুলনা কর সার্কেলের মোঃ আব্দুল মজিদ সানা, মোঃ আনোয়ার ইকবাল, জিয়াউল আহসান, মোঃ শামীম আহসান, শেখ ইবাদত হোসেন, মোঃ নূর-এ-আলম সিদ্দিকী ও মিজ লায়লা আকতার। সাতক্ষীরা কর সার্কেলের বিশ্বজিৎ সাধু, মোঃ আবু হাসান, মোঃ আক্কাজ আলী, মোঃ আশিকুর রহমান (আশিক), দিপংকর কুমার ঘোষ, গোলাম আকবর ও মিজ নিলুফা ইয়াসমিন। বাগেরহাট কর সার্কেলের গৌর চন্দ্র সাহা, মিজ লিপিকা রানী দাস, রাম কৃষ্ণ বসু, মোঃ মোস্তাফিজুর রহমান, মীর রহমত আলী, মোঃ এখলাছুর রহমান ও মিজ পপি আক্তার। যশোর কর সার্কেলের মোঃ গোলাম মোরশেদ, মোঃ আনছারী হোসেন সোহেল, নিমাই চন্দ্র দত্ত, মোঃ নূর হোসেন, আবু নাসের সরকার, মোঃ তৌফিকুর রহমান ও মিজ রাফফাত আরা ডলি। কুষ্টিয়া কর সার্কেলের মোঃ ইবাদত আলী, মোঃ মজিবর রহমান, মোঃ মফিদুল ইসলাম খান, মোঃ পারভেজ রহমান, মিস সেলিমা বেগম, মোঃ জিয়াউল হক ও মিজ পারভীন রহমান। মাগুরা কর সার্কেলের খোন্দকার আমির হোসেন, মোঃ শাহীনুর রহমান পিকুল, মোঃ সামছুল হক, মকবুল হাসান মাকুল, মোঃ মেহেদী হাসান রাসেল, মোঃ ফয়সাল আহাম্মেদ ও ডাঃ সুপর্ণা আহমেদ। নড়াইল কর সার্কেলের মোঃ হুমায়ুন কবীর, এম, এম রেজাউল আলম,আজিজুর রহমান ভূঁইয়া, মোঃ ওয়াহিদুজ্জামান, জাহিদুল ইসলাম, মোঃ ইমদাদুল ইসলাম ও মিজ উম্মে রেজওয়ানা। ঝিনাইদহ কর সার্কেলের সৈয়দ শাহজাহান আলী, মোঃ মিজানুর রহমান লিটন, মোঃ ফজলুল করিম মিন্টু, নিখিল কুমার পাল, শামিম হোসেন মোল্লা, মোঃ রাশিদুর রহমান ও ডাঃ মোছাঃ মারফিয়া খাতুন। চুয়াডাঙ্গা কর সার্কেলের মোঃ শহিদুল হক মোল্লা, দিলিপ কুমার আগরওয়ালা, মোঃ খোরশেদ আলম, মিস সবিতা আগরওয়ালা, মিস সাইফুন্নাহার আক্তার শাম্মী, আবু তাহের মোঃ হাসানুজ্জামান ও মিস আক্তারী জোয়ার্দার। মেহেরপুর কর সার্কেলের মোঃ গিয়াস উদ্দিন, অজয় সুরেকা, মোঃ আবুল কাশেম, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুস সামাদ বিশ্বাস, মোঃ আরিফ শেখ ও মিস হামিদা খানম। অনুষ্ঠানে জানানো হয়, আজ ১৪ নবেম্বর থেকে আগামী ২০ নবেম্বর খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সাত দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। রিটার্ন জমা, নতুন টিআইএন গ্রহণ, ব্যাংকের বুথসহ সংশ্লিষ্ট সকল সেবা মেলার স্টলেই মিলবে। বগুড়া কর অঞ্চলে এবার সম্মাননা পেয়েছেন ২৮ জন বগুড়া অফিস থেকে স্টাফ রিপোর্টার জানান, বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ মিলনায়তনে চার জেলা নিয়ে গঠিত বগুড়া কর অঞ্চলের আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বুধবার সকালে। উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন কর অঞ্চল বগুড়ার কমিশনার আবু সাইদ মোঃ মুস্তাক। চলতি অর্থ বছরে ৪৪৬ কোটি টাকা আয়কর আদায়ের টার্গেট দেয়া হয়েছে। যা গত অর্থ বছরের টার্গেটের চেয়ে ৫২ কোটি টাকা বেশি। গত অর্থ বছরে টার্গেটের চেয়ে বেশি আয়কর আদায় হয়েছে। গত অর্থ বছরে টার্গেট ছিল ৩৯৪ কোটি টাকা। আদায় হয় ৪০৩ কোটি টাকা। বগুড়া কর অঞ্চলের আওতাভুক্ত চার জেলা হলো : বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ। এ বছর এই চার জেলার বিভিন্ন ক্যাটাগরিতে ৭ জন করে মোট ২৮ জন করা দাতাকে সম্মাননা দেয়া হয়েছে। এদের মধ্যে ২ জন করে দীর্ঘমেয়াদী করদাতা, ৩ জন করে সর্বোচ্চ করদাতা, একজন করে নারী করদাতা, একজন করে তরুণ (৪০ বছরের নিচে) কর দাতা। বগুড়ায় সর্বোচ্চ করদাতা মাসুদুর রহমান মিলন, মোঃ লিয়াকত আলী ও অশোক রায়। দীর্ঘমেয়াদী করদাতাগণ হলেন- মরিয়ম বেগমও আবুল মনসুর খান। সর্বোচ্চ নারী করদাতা জিনিয়া পারভীন। তরুণ সর্বোচ্চ করদাতা মোঃ আনোয়ার হোসেন। সিরাজগঞ্জে সর্বোচ্চ করদাতা সম্মাননা পেয়েছেন মোঃ সালাহউদ্দিন রনি, জান্নাত আরা হেনরী ও দীপক কুমার ঘোষ। দীর্ঘমেয়াদী করদাতার সম্মাননা পেয়েছেন দুলাল কুমার সাহা, তপন কুমার দাস। নারী করদাতা সাথী ঘোষ এবং তরুণ করদাতার সম্মাননা পেয়েছেন মোঃ মোস্তফা কামাল। গাইবান্ধার সম্মাননা প্রাপ্তরা হলেন, সর্বোচ্চ করদাতা মোঃ আব্দুল লতিফ হাক্কানী, সাইদুর রহমান ও মোঃ শাহ আহসান হাবিব। দীর্ঘমেয়াদী করদাতা হলেন প্রবীর কুমার সাহা ও খন্দকার মোস্তাক আহমেদ। নারী করদাতা দিল আফরোজ বানু সুইটি। তরুণ করদাতা শরীফ মোহাম্মদ সুমন। জয়পুরহাট জেলার সম্মাননা প্রাপ্ত করদাতাগণ হলেন, সর্বোচ্চ করদাতা স্বজন কুমার জাজোদিয়া, মোঃ জাহিদ ইকবাল ও মোঃ নুরুল আমিন। দীর্ঘমেয়াদী করদাতা মোঃ বজলুর রশিদ মন্টু ও এফ এম ইকবাল হোসেন। নারী করদাতা জান্নাতুল ফেরদৌস রনি এবং তরুণ করদাতা মাহমুদুল হাসান মেহেদী। কর মেলায় করদাতাগণের সুবিধার্থে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বুথ খোলা হয়েছে। এ ছাড়াও করদাতাগণকে সহযোগিতা দিচ্ছেন বগুড়া কর অঞ্চলের কর্মকর্তাগণ। কুড়িগ্রামের শ্রেষ্ঠ করদাতা এমপি পনির উদ্দিন আহমেদ কুড়িগ্রাম থেকে স্টাফ রিপোর্টার জানান, কুড়িগ্রামের শ্রেষ্ঠ করদাতা মনোনীত হয়ে সম্মাননা ক্রেস্ট ও স্মারক গ্রহণ করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য শিল্পপতি আলহাজ পনির উদ্দিন আহমেদ। ১৩ নবেম্বর বুধবার দুপুর ১২টায় ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে ঘিরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে কর কমিশনার কর অঞ্চল রংপুরের আয়োজনে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ পনির উদ্দিন আহমেদকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন-ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আতাউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের আন্তর্জাতিক কর সদস্য মিজ আরিফা শাহানা, রংপুর রেঞ্জের ডিআইজি বিপিএম দেবদাস ভট্টাচার্য, রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর কাস্টমস কমিশনার শওকত আলী সাদী প্রমুখ। নারায়ণগঞ্জ কর অঞ্চলে করদাতাদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, নারায়ণগঞ্জে চারটি ক্যাটাগরিতে ২১ করদাতাকে কর সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ফতুল্লার সস্তাপুর আমন্ত্রণ কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ কর অঞ্চল আয়োজিত এক অনুষ্ঠানে এই কর সম্মাননা প্রদান করা হয়েছে। একইসঙ্গে আগামী চার দিনব্যাপী কর মেলার উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার আব্দুস সবুর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, অতিরিক্ত জেলা প্রশাসক রেহানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী প্রমুখ। নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার নাজমুল করিম জানান, ২০১৯-২০ সালে নারায়ণগঞ্জে আট শ’ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন করে ১৫ হাজার করদাতাকে করের আওতায় আনার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, গত ২০১৮-১৯ সালে ৫৭৩ কোটি টাকা কর আদায় করা হয়েছে। যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি। তিনি বলেন, নারায়ণগঞ্জে নিবন্ধিত কর দাতাদার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার। পরে আয়কর মেলার উদ্বোধন করেন সাংসদ সেলিম ওসমান। আগামী ১৪ তারিখ থেকে ১৭ নবেম্বর পর্যন্ত আমন্ত্রণ কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়কর মেলা চলবে। মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ১৬ থেকে ১৯ নবেম্বর, ১৭ থেকে ১৮ তারখি পর্যন্ত রূপগঞ্জ আয়কর অফিসে এবং ১৯ থেকে ২০ নবেম্বর সোনারগাঁ উপজেলা আয়কর অফিস প্রাঙ্গণে মেলা চলবে। এবার নারায়ণগঞ্জে দীর্ঘমেয়াদী করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন রুহুল হোসেন, মোঃ মাহফুজ হোসেন, তরুণ ক্যাটাগরিতে ইমতিনান ওসমান অয়ন, সর্বোচ্চ আয়কর দাতা নারী নুরজাহান বেগম, সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ করতাদা হাসান আহমেদ, আরিফ আহমেদ, মুছা আহমেদ, নারায়ণগঞ্জ জেলায় খবির উদ্দিন মোল্লা, মোহাম্মদ মোল্লা মজনু, মিজানুর রহমান মোল্লা, নাসরিন ওসমান, বদরুল ইসলাম, সৈয়দ আক্তাররুজ্জামান, চান মিয়া, হাজী নজরুল ইসলাম, মজিবুর রহমান, তাসলিমা ইসলাম, নাসিমা হোসেন, মাঈনুল হাসান, জসিম উদ্দিন আহমেদ, কৃষ্ণ গোপাল গোপকে বর্ষসেরা কর সম্মাননা প্রদান করা হয়।
×