ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় পদাতিকের ‘গুনজান বিবির পালা’ আজ

প্রকাশিত: ০৮:২৮, ১৪ নভেম্বর ২০১৯

 শিল্পকলায় পদাতিকের ‘গুনজান বিবির পালা’ আজ

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পদাতিক নাট্য সংসদের জনপ্রিয় প্রযোজনা ‘গুণজান বিবির পালা’ নাটকের মঞ্চায়ন হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বাংলাশের অন্যতম তরুণ প্রতিভাবান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক সায়িক সিদ্দিকী। ‘গুণজান বিবির পালা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মমিনুল হক দিপু, সৈয়দা শামছি আরা সায়েকা, মশিউর রহমান, পুষ্প, শুভ, ইমরান, জিতু, শরিফ, জয়, লিমন, ইকরাম, চমকতারা, শিমুল, সুমন, জবা, রোজা, শোভন, প্রান্ত, তন্ময়। নাটকের সঙ্গীতে অংশ নেবেন রাশেদ, জামান, অমল ও ফয়েজ। মঞ্চ পরিকল্পনায় সঞ্জিব কুমার দে, আলোক পরিকল্পনায় আতিক জয় ও সঞ্চালনা ইকরাম ও জীবন, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি সৈয়দা শামসি আরা সায়েকা, প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। বাংলাদেশের আবহমান নাট্যধারার জনপ্রিয় আঙ্গিক, বন্দনা, বর্ণনা, নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে উপস্থাপিত হয় পালা। পদাতিক নাট্য সংসদের এ পরিবেশনায় দেশের গ্রামীণ ঐতিহ্য উঠে এসেছে। সাধারণত পালার ঘটনাপ্রবাহ কোন ব্যক্তি মানুষের জীবনে পালাক্রমে ঘটে যাওয়া বিষাদময় ঘটনার আখ্যান। থিয়েটার চর্চার ভেতরের সুখ-দুঃখ হাসি-কান্নাকে পালার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে ‘গুনজান বিবির পালা’তে। ঐতিহ্যবাহী বাংলার লোকজ আঙ্গিকে গায়েন দোহার রীতিতে দেশীয় পোশাক আর বাদ্যযন্ত্রের সমাহারে অভিনয় শিল্পীদের নানা ঢঙের অভিনয়, নান্দনিক পরিবেশনা ‘গুনজান বিবির পালা’। গুনজান বিবির পালার রূপকার সায়িক সিদ্দিকী এই পালা প্রসঙ্গে বলেন, নাটকে অনেকটা অংশ আমরা ঐতিহ্যবাহী পালার আঙ্গিকে করার চেষ্টা করেছি। যে পালা থাকে গ্রামের আসরে আসরে বয়াতিদের এক শৈল্পিক নাট্য বয়ান। একটি থিয়েটার দল যারা কিনা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে পথচলা দীর্ঘদিনের। সেই দলের প্রধান একজন নাটকপ্রেমিক। নাটকের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে রাজি তিনি। দলটির একটি নাটক ‘পালা’ আকারে মঞ্চায়ন করা হবে, যা সাত ভাই চম্পা অবলম্বনে ‘গুনজান বিবির পালা’ নামে দর্শকদের কাছে মঞ্চায়িত হবে। তবে এ কার গল্প তুলে ধরা হবে দর্শকদের কাছে? কোন গুণজান এসে দাঁড়াবে? তা দেখতে হলে অবশ্যই আসতে হবে শিল্পকলার প্রধান মিলনায়তনে। প্রসঙ্গত, গত ২০১৭ সালের ১২ নবেম্বর বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়।
×