ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাবিব মোস্তফার সুরে রিংকুর ‘মানব সেবা’

প্রকাশিত: ০৮:১২, ১৪ নভেম্বর ২০১৯

হাবিব মোস্তফার সুরে রিংকুর ‘মানব সেবা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলা ফোক গানের জনপ্রিয় শিল্পী রিংকু বরাবরই শ্রোতাদের পছন্দের গান উপহার দেন। এরই ধারাবাহিকতায় ঈগল মিউজিকের ব্যানারে এবার প্রকাশ হলো ‘মানব সেবা’ শিরোনামের আধ্যাত্মিক ঘরানার একটি গানের নান্দনিক ভিডিও। ‘মানব সেবা পরম ধর্ম, ধর্ম এবং আসল কর্ম, সেই কর্ম বাদ দিলে আর জীবন কিরে রয়? কর্মই মানব জীবনের আসল পরিচয়’ কথামালায় প্রতিশ্রুতিশীল গীতিকার এস এ আনওয়ারীর রচনায় গানটিতে সুরারোপ করেছেন আলোচিত সুরকার হাবিব মোস্তফা, সঙ্গীত আয়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট কবি ও গীতিকার জাকির আবু জাফর। গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, রিংকুর সঙ্গে আমার প্রথম কাজ ‘জিকির’। গানটি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশের পর সাফল্যের সূত্র ধরে প্রতিষ্ঠান প্রধান কচি আহমেদ গানটি করার সুযোগ দেন। তার প্রতি কৃতজ্ঞতা শ্রোতাপ্রিয় শিল্পী রিংকুর কণ্ঠে ‘মানব সেবা’ গানটি ভিডিও আকারে প্রকাশ করার জন্য। গীতিকার শাহীন আরা আনওয়ারীর কথায় মানব সেবা গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেলে আমাদের শ্রম সার্থক হবে। গীতিকার শাহীন আরা আনওয়ারী বলেন, স্রষ্টাকে যেমন ভালবাসি তাঁর সৃষ্টিকেও ভালবাসি। মানুষ সৃষ্টির সেরা বলে তাঁর প্রতি ভালবাসা নিশ্চয় বেশি। স্রষ্টা প্রেম এবং মানব প্রেম আমাকে আপ্লুত করে। আমি মানুষ ভালবাসি। মানুষের জন্য কাজ করতে চাই। কাজই জীবনের আসল পরিচয়। এই চেতনা থেকেই আমার এ গান। শ্রোতাদের ভালবাসাই আমার পাথেয়।
×