ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যথাসময়েই হচ্ছে বাফুফের এজিএম

প্রকাশিত: ০৮:০৭, ১৩ নভেম্বর ২০১৯

যথাসময়েই হচ্ছে বাফুফের এজিএম

স্পোর্টস রিপোর্টার ॥ বাফুফের নতুন কমিটি গঠনের তিন বছর পার হলেও এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি তাদের বার্ষিক সাধারণ সভা বা এজিএম। এ নিয়ে চাপ তো আছেই। সেই সঙ্গে ১৭ কোটি টাকার অর্থ কেলেঙ্কারীর অভিযোগ এনে বর্তমান কমিটিকে প্রশ্নবিদ্ধ করেছেন সহসভাপতি বাদল রায় ও মহিউদ্দিন মহি। কাউন্সিলরদের চাপের মুখে পড়েই অনেকটা তড়িঘড়ি করে আগামী ১৬ নভেম্বর এজিএমের তারিখ ঘোষণা করেছিল ফেডারেশন। তবে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে নির্ধারিত সময়ে এজিএম অনুষ্ঠিত হবে বলে না বলে প্রাথমিকভাবে জানিয়েছিল বাফুফে। যদিও কাউন্সিলরদের পক্ষ থেকে এজিএম পেছানোর কোন আবেদন আসেনি তখনও। তবুও ফুটবল কর্তাদের কথায় পেছানোরই আভাস মিলেছিল বাফুফের বার্ষিক সাধারণ সভার। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জনকণ্ঠকে জানান, বাফুফের এজিএম আগামী ১৬ নভেম্বর যথাসময়েই গাজীপুরে অনুষ্ঠিত হচ্ছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে এজিএমটি পিছিয়ে দেয়ার পরিকল্পনা থাকলেও পরে আমরা এ সিদ্ধান্ত থেকে সরে আসি।
×