ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সরবরাহ ব্যবস্থার উন্নয়ন চায় বিশ্বব্যাংক

প্রকাশিত: ০৭:২৬, ১৩ নভেম্বর ২০১৯

বাংলাদেশের সরবরাহ ব্যবস্থার উন্নয়ন চায় বিশ্বব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ রফতানি প্রবৃদ্ধি বৃদ্ধিসহ ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাতে বাংলাদেশের পরিবহন ও সরবরাহ (লজিস্টিক) ব্যবস্থার উন্নয়ন করতে হবে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘মুভিং ফরোয়ার্ড : কানেক্টিভিটি অ্যান্ড লজিস্টিকস টু সাসটেইন বাংলাদেশ সাকসেস শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও প্রতিবেদনের লেখক মাতাস হেরেরা দাপে বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, এ দেশের পরিবহন ও সরবরাহ ব্যবস্থার পুনর্গঠন ও তাতে বিনিয়োগ করলে বাংলাদেশের অর্থনীতি টেকসই হবে। আর লজিস্টিক সাপোর্টের উন্নয়নে শুধু বিনিয়োগ করলেই হবে না, সুষ্ঠু বিনিয়োগ করতে হবে। কোথায় কোথায় ঘাটতি আছে, এর মান উন্নয়ন- এসব বিষয়ে গুরুত্ব দিয়ে বিনিয়োগ করতে হবে। এ সময় বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বাংলাদেশে পরিবহনে যানজট ও অপ্রয়োজনীয় লজিস্টিক সিস্টেম প্রায়ই অর্থনীতিতে উচ্চ ব্যয় আরোপ করে। লজিস্টিকগুলোকে আরও কার্যকরী করা সম্ভব হলে বাংলাদেশ তাৎপর্যপূর্ণভাবে এর যোগাযোগ, ব্যবসায়িক পরিবেশ ও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে, যা বাংলাদেশকে মধ্য আয়ের দেশে যেতে সাহায্য করবে।
×