ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজিনুর রহমান লিমন

নারীর নিরাপত্তা

প্রকাশিত: ০৭:১৬, ১৪ নভেম্বর ২০১৯

  নারীর নিরাপত্তা

একজন নারী কখনও মা, কখনও বোন, কখনওবা স্ত্রী। নারীর অসম্মান মানে -মা, বোন কিংবা স্ত্রীর অসম্মান। নারী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পীকার কিংবা এমপি, তখন নারীর অসম্মান কল্পনাই করা যায় না। নারী নির্যাতনের ঘটনা বাংলাদেশে নতুন নয়। পত্রপত্রিকার হেডলাইন নারী নির্যাতনের খবর দিয়ে শুরু হয়। বিশেষ করে যৌতুকের দায়ে নারী নির্যাতন ও গৃহকর্মী নির্যাতনের খবর। এ ছাড়াও গ্রামগঞ্জের হাজারো নারী নির্যাতনের খবর আড়ালেই রয়ে যায়। তবে প্রযুক্তির কল্যাণে অনেক খবরই এখন প্রকাশিত হচ্ছে। নারী নির্যাতন একটি পারিবারিক সমস্যা হলেও এটি এখন জাতীয় সমস্যাগুলোর মধ্যে অন্যতম। যে দেশে নারী নিরাপদে থাকতে পারে না সে দেশ বিশ্বের দরবারে রোল মডেল হবে কিভাবে? নারীরা পৃথিবীর অন্যতম সম্পদ। যে নারীকে আজ আমরা অবহেলার পাত্র মনে করে নির্যাতন করতে একটুও দ্বিধাবোধ করছি না, সেই নারীরা দুনিয়াতে না থাকলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। নারীর প্রতি আল্লাহ ও তার রাসূল সদয় হতে বলেছেন। তাদের সম্মান করতে বলেছেন। অধিকারের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দিতে বলেছেন। নারীর প্রতি আর কোন অত্যাচার নয়। কর্মক্ষেত্রে নারীদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক উচ্চ স্থান দিয়েছে। নারীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর যে সুনজর রয়েছে তা আর একটু বৃদ্ধি করলে নারীর সম্মান আরো বৃদ্ধি পাবে। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান করা অত্যন্ত জরুরী। নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজের ভূমিকা অনেক বেশি। সবার আগে সমাজকে এগিয়ে আসতে হবে। সামাজিকভাবে নারী নির্যাতন রোধ করতে পারলে জাতীয় এই সমস্যা থেকে রেহাই পাবে বাংলাদেশ। নারী হোক প্রতিটি পরিবারের হৃদয়ের স্পন্দন। ডিমলা, নীলফামারী থেকে
×