ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবারের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ পেলেন মদ্রিচ

প্রকাশিত: ০৪:৩৫, ১৩ নভেম্বর ২০১৯

এবারের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ পেলেন মদ্রিচ

অনলাইন ডেস্ক ॥ চলতি বছরের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ জিতেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ। মঙ্গলবার মোনাকোতে এক জমকালো অনুষ্ঠানে মদ্রিচের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। ২৯ বছরের বেশি বয়সী সফল ফুটবলারদের এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। ১৭তম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক। ২০০৩ সালে চালু হওয়া পুরস্কারটি প্রথম পেয়েছিলেন সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড রবের্তো বাজিও। পুরস্কারটি পেয়ে গর্বিত বোধ করছেন মদ্রিচ। মাঝের ছন্দহীনতা কাটিয়ে আবারও সেরা রূপে ফিরছেন বলেও জানান তিনি। “আমি নিজের সেরা রূপে ফিরছি, এইবারের বিপক্ষে শেষ ম্যাচে যেমনটা খেললাম।” “বছর শেষ হওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ সাতটা ম্যাচ আছে। আর আমরা ভালো খেলাটা ধরে রাখার চেষ্টা করব।” এর আগে গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড পাওয়া ফুটবলারদের মধ্যে আছেন রোনালদিনিয়ো, ইকের কাসিয়াস, জ্লাতান ইব্রাহিমোভিচ, জানলুইজি বুফ্ফন, সামুয়েল এতো, আন্দ্রেস ইনিয়েস্তা, দিদিয়ের দ্রগবা, রায়ান গিগস, এদিনসন কাভানি ও ফ্রান্সেসকো তত্তি।
×