ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের কালিহাতীতে ৫টি প্রতিমার মাথা ভেঙ্গেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৪:৩৪, ১৩ নভেম্বর ২০১৯

টাঙ্গাইলের কালিহাতীতে ৫টি প্রতিমার মাথা ভেঙ্গেছে দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের কালিহাতীতে একটি কালী মন্দিরের তালা ভেঙ্গে পাঁচটি প্রতিমার মাথা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এর মধ্যে ৪টি মাথা ফেলে একটি মাথা চুরি করে নিয়ে যায় তারা। আজ বুধবার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে কালিহাতী পৌর এলাকার সিলিমপুর উত্তর সেনবাড়ী সার্বজনীন কালী মন্দিরে। জানা যায়, মন্দিরের কল্যাসেবুল গেটের তালা ভেঙ্গে ৬টি মূর্তির মধ্যে ৫টি মূর্তির মাথা ভেঙে ৪টি মাথা ও একটি মূর্তি ফেলে রেখে একটি মূর্তির মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই মন্দির কমিটির সভাপতি প্রতিশ চন্দ্র সেন বলেন, ভোরে ঘুম থেকে উঠে মন্দিরের সামনে এসে দেখি কে বা কারা মন্দিরের ভিতরে থাকা মূর্তিগুলোর মাথা ভেঙে নিয়ে গেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা বলেন, একটি সুরক্ষিত মন্দিরের তালা ভেঙ্গে কে বা কারা যেন রাতের অন্ধকারে মূর্তিগুলোর ক্ষতিসাধন করেছে। এটা ধর্মীয় বিধিতে আইনগতভাবে অন্যায়। আমি বলবো সমাজে এ রকম ন্যাক্কারজনক কাজ যারা করে তাদেরকে না বলুন এবং তাদেরকে ঘৃণা প্রদর্শন করুন। পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করবো যাতে পরবর্তীতে এ রকম দূর্ঘটনা না ঘটে। সেজন্য সচেতন ব্যক্তিরা যারা সমাজে বাস করেন তাদেরকেও অনুরোধ করবো তারা যেন এগুলো দেখভাল করেন এবং মন্দির সুরক্ষিত রাখার জন্য এলাকা ভিত্তিক টিম গঠন করে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোলেহ হাজারি, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনসার আলী, কালিহাতি সার্কেল এএসপি রাসেল মনির, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা। এ বিষয়ে কালিহাতী থানার (ওসি) হাসান আল মামুন বলেন, একটি ষড়যন্ত্রকারী গত রাতে এই মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরের ভিতরে থাকা মূর্তিগুলোর মাথা ভেঙ্গে একটি মাথা তারা নিয়ে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
×