ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে গৃহকর্তার পুত্র সহ ২ জনকে কুপিয়ে ডাকাতি

প্রকাশিত: ০৪:২৯, ১৩ নভেম্বর ২০১৯

হবিগঞ্জে গৃহকর্তার পুত্র সহ ২ জনকে কুপিয়ে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ অস্ত্রের মুখে জিন্মী করে বুধবার ভোর রাতে হবিগঞ্জের উপজেলা বাহুবলের পল্লী পশ্চিম জয়পুরের এক বাড়ীতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় সশস্ত্র ডাকাতরা মুহুমুহু গুলিবর্ষণের মধ্য দিয়ে গৃহকর্তার ছেলে সহ ২ জনকে উপর্যপুরী কুপিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট লুট করে নির্বিঘেœ পালিয়ে যেতে সক্ষম হলেও এক ডাকাতকে জনতা পাকড়াও করে পুলিশে সোর্পদ করেছে। এদিকে গুরুতর আহত গৃহকর্তাও ছেলে জুনাব আলী (৪৭) ও চাচা কামাল মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির জনকন্ঠকে জানান, ওই রাত ৩ টার দিকে হাজী আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা ঘুমন্ত থাকাবস্থায় মুখোশ পরিহিত ৪ জনের একদল সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় গৃহকর্তা মতিনের ছেলে ব্যবসায়ী জুনাব আলী তা আঁছ করতে পেরে চিৎকার দিলে পাশ্ববর্তী বাড়ী থেকে চাচা কামাল মিয়া এগিয়ে আসা মাত্র ডাকাতরা তাদের উভয়কে কুপিয়ে গুরুতর আহত করে। একই সময় ডাকাতরা পরিবারের অন্যান্য সদস্যদেরকে মারধোর ও একাধিক রিভলবারের মুখে জিন্মী করে নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার ও ২ টি স্যামসাংগ, ১ টি নকিয়া,১টি লাভার মোবাইল সেট নিয়ে পালানোর চেষ্টা চালায়। তবে গ্রামবাসীরা এই বাড়ী ঘেরাও করলে ডাকাতরা ২টি রিভলবার দিয়ে ৫/৭ রাউন্ড গুলিবর্ষণ করলে লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সুযোগে ৩ ডাকাত ওইসব লুন্ঠিত মালামাল সহ পালাতে সক্ষম হলেও সবুজ মিয়া (৩০) নামে এক ডাকাত জনতার হাতে ধরা পড়ে। এসময় উত্তেজিত জনতা এই ডাকাতকে গণধোলাই দিলে সে গুরুতর আহত হয়। এদিকে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আটককৃত ডাকাত সহ ফেলে যাওয়া দেশীয় তৈরী ২টি রিভলবার তাদের জিন্মায় নেন এবং গণধোলাইয়ের শিকার এই ডাকাতকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি ঘটায় কতর্ব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে। ওসি তদন্ত আলমগীর জনকতন্ঠকে আরও জানান, বি-বাড়িয়া সদর কাওতলী এলাকার বাসিন্দা ডালু মিয়ার পুত্র ডাকাত সবুজের অবস্থা আশংকাজনক। এছাড়া পালিয়ে যাওয়া ওই তিন ডাকাতের বাড়ী বি-বাড়ীয়া জেলায়। তাদেরকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে এই ডাকাতি ঘটনার পর সংশ্লিস্ট গ্রামের সর্বত্র ডাকাত আতংক ছড়িয়ে পড়েছে।
×