ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক পরিবহন আইন জানাতে নীলফামারীতে পুলিশের লিফলেট বিতরণ

প্রকাশিত: ০২:৪১, ১৩ নভেম্বর ২০১৯

সড়ক পরিবহন আইন জানাতে নীলফামারীতে পুলিশের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে চলছে নতুন সড়ক পরিবহন আইনের সচেতনতা সৃষ্টির কাজ। কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন যারবাহনের চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা পুলিশ। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ওই লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এরপর তাঁর নেতৃত্বে জেলা শহরের বাস টার্মিনাল, মশিউর রহান কলেজ মোড়, বড়বাজার গাছবাড়ি মোড়সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রহুল আমিন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন নবী, ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম আহমেদ, আজাদ হোসেন খান প্রমুখ। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, আইনটি সম্পর্কে জনগণকে সচেতন করতে একযোগে রংপুর বিভাগের সকল জেলা এবং ৬ উপজেলায় আজ বুধবার লিফলেট বিতরণ কার্যক্রম চলছে।
×