ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ

প্রকাশিত: ০২:৪১, ১৩ নভেম্বর ২০১৯

লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রামগতিতে ঘূর্র্ণিঝড় বুলবুলের প্রভাব ও বৃষ্টিরপাতে অর্ধ শত ছোট বড় কাঁচা ঘর বিধস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আজ বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধস্ত ঘরের মালিক ৬০ জনের মাঝে ৬০ হাজার টাকাসহ আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতিগ্রস্ত এক হাজার ৯ জনের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। রামগতি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সব নগদ টাকা ও চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা রামগতি উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন,্ নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন,সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো আনোয়ার হোসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, ঘূর্র্ণিঝড় বুলবুলের প্রভাব ও ভারী বর্ষনে সহস্রাধিক লোক ক্ষতিগ্রস্থ হয়। শতাধিক কাঁচা বাড়ীঘর বিধস্ত হয়। চরাঞ্চলের বাথান মালিকদেও বেশি কিছু বেড়া ও একটি গরু মারা যায়। এ ছাড়া পাকা আমন ধান এবং শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়।
×