ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা হামলায় নিহত ৭

প্রকাশিত: ০২:৩৭, ১৩ নভেম্বর ২০১৯

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা হামলায় নিহত ৭

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি একটি এলকায় গাড়ি বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কাবুল বিমানবন্দরের উত্তরাংশের কাছে এই বোমা হামলার ঘটনা ঘটে। এটি আত্মঘাতী হামলা ছিল। নিহত সাতজনের সবাই বেসামরিক নাগরিক। আপাতত এটুকুই জানা গেছে। কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের দুই কমান্ডার ও হাক্কানি জঙ্গিগোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো। আফগান সরকারের এক মুখপাত্র বলেন, রাজধানী কাবুলে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি একটি এলাকায় গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এর আগে তালেবানের দুই কমান্ডার ও হাক্কানি জঙ্গিগোষ্ঠীর এক নেতাকে মুক্তি দেয় আফগান সরকার। বিপরীতে আমেরিকান ও অস্ট্রেলিয়ান দুই অধ্যাপককে মুক্তি দিয়েছে আফগানিস্তানের অধিকাংশ এলাকার ‘নিয়ন্ত্রক’ সশস্ত্র গোষ্ঠী তালেবান। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বন্দি বিনিময়ের এ পদক্ষেপ আফগানিস্তানে সহিংসতার মাত্রা কমাতে সহযোগিতা করবে।
×