ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে চালককে যখম করার প্রতিবাদে সড়ক অবরোধ, ২ ঘন্টা পর প্রত্যাহার

প্রকাশিত: ০১:৪৯, ১৩ নভেম্বর ২০১৯

ঝিনাইদহে চালককে যখম করার প্রতিবাদে সড়ক অবরোধ, ২ ঘন্টা পর প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে মাইক্রোবাস চালককে কুপিয়ে যখম করার প্রতিবাদে সড়ক অবরোধ করে পরিবহণ শ্রমিকরা। আজ বুধবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে সকাল ১০ টা পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া, ঝিনাইদহ-মাগুরা সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে ২ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয়। শ্রমিক নেতারা জানান, মঙ্গলবার রাতে মাইক্রো বাস চালক পলাশ শহরের মাওলানা ভাষানী সড়কে যুবলীগ কর্মী কামাল হোসেনের অফিসে ভাড়া আনতে যান। এসময় কয়েক জন দুর্বৃত্তরা তার অফিসে ঢুকে কামাল হোসেন ও শ্রমিক পলাশকে কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শ্রমিকরা আজ সকালে ঝিনাইদহের সকল রুটের সড়ক অবরোধ করে। এতে ঝিনাইদহের উপর দিয়ে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারন। ২ ঘন্টা পর হামলাকারীদের গ্রেফতারে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল। পরে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিক মারধরের সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করা হবে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
×