ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বলিভিয়ার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানাল ইরান

প্রকাশিত: ২২:৩৬, ১৩ নভেম্বর ২০১৯

বলিভিয়ার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানাল ইরান

অনলাইন ডেস্ক ॥ ল্যাতিন আমেরিকার দেশ বলিভিয়ার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, বলিভিয়ায় অভ্যুত্থান পরিস্থিতি তৈরি করে দেশটির নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে ওই নিন্দা জানিয়ে বলেন, কোনো দেশের সরকারে বাধ্যতামূলক পরিবর্তন আনা বিশেষ করে বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে সরকার পরিবর্তনের যেকোনো পদক্ষেপ নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। আজ বুধবার তিনি আরো বলেন, যেকোনো দেশের সরকার পরিবর্তন হতে হবে সেই দেশের জনগণের ইচ্ছা অনুযায়ী এবং জনগণের সে ইচ্ছার প্রতিফলন ঘটবে ব্যালট পেপারের মাধ্যমে; অন্য কোথাও নয়।বলিভিয়ার জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহিংসতা পরিহার করে সাংবিধানিক কাঠামোর আওতায় শান্তিপূর্ণভাবে তাদের দেশের চলমান সংকট সমাধান করতে পারবে বলেও ইরানের এই মুখপাত্র আশা প্রকাশ করেন। আমেরিকার হস্তক্ষেপ ও সেনাবাহিনীর চাপে গত ১০ নভেম্বর পদত্যাগ করতে বাধ্য হন বলিভিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ইভো মোরালেস।মেক্সিকো সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে মোরালেস গতকাল (মঙ্গলবার) সপরিবারে দেশত্যাগ করেন।তিনি এরইমধ্যে মেক্সিকো সিটিতে পৌঁছেছেন বলে জানা গেছে।
×