ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবিতে পঞ্চম ননফিকশন বইমেলা উদ্বোধন

প্রকাশিত: ১১:৪০, ১৩ নভেম্বর ২০১৯

ঢাবিতে পঞ্চম ননফিকশন বইমেলা উদ্বোধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা ও নন-ফিকশন বইয়ের পরিচিতি বাড়ানো এবং এ ধরনের বই পড়তে আগ্রহী করে তোলার উদ্দেশ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৫ম ননফিকশন বইমেলা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বেলুন উড়িয়ে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তার যৌথ আয়োজনে এই বইমেলায় ২৬টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন সরকারী ও বেসরকারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, আমাদের দেশে বিভিন্ন ধরনের বইমেলা আয়োজিত হয়। তবে ননফিকশন নিয়ে আয়োজিত এ বইমেলার আলাদা বিশেষত্ব রয়েছে। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এ বইমেলা বেশ গুরুত্ববহ। তাদের একাডেমিক কাজে সহায়ক গ্রন্থগুলো বিশ্ববিদ্যালয় অঙ্গনে নিয়ে এসেছে এ মেলা। ভবিষ্যতেও এ মেলা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
×