ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে পূর্তমন্ত্রীর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১১:৩৯, ১৩ নভেম্বর ২০১৯

পিরোজপুরে বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে পূর্তমন্ত্রীর  ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১২ নবেম্বর ॥ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে শতব্যস্ততার পরও ঘূর্ণিঝড় বুলবুলের তা-বে ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পেয়ে ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকা পিরোজপুরে ছুটে এসেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা থেকে তার নিজ উপজেলা নাজিরপুরে পৌঁছেছেন। এর আগে তিনি সকালে পিরোজপুরে পৌঁছে ঘূর্ণিঝড় বুলবুলের তা-বে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও আর্থিক অনুদান বিতরণ করেছেন। নাজিরপুরে পৌঁছেই তিনি উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা দীর্ঘা, দেউলবাড়ী ও কলারদোয়ানিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরাসরি পরিদর্শন করেন। এ সময় তিনি ঘূর্ণিঝড় বুলবুলের তা-বে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং সরকারের তরফ থেকে সাধ্যমতো তাদের ক্ষতি পূরণের আশ্বাস দেন। পরে তিনি উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন কেবল উন্নয়নেরই নয়, দুর্যোগ ব্যবস্থাপনাতেও বিশ্বে একটি রোল মডেল দেশ। ‘বিশ্বে এখন বাংলাদেশ শুধু উন্নয়নের রোল মডেলই নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও রোল মডেল হিসেবে সম্মান পেয়েছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। অন্যান্য সরকারের সময় প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষের প্রাণহানি ঘটত এখন সেটা হচ্ছে না। যা ক্ষয়ক্ষতি হচ্ছে তাও সরকারের পক্ষ থেকে পূরণ করার ব্যবস্থা করা হচ্ছে।
×