ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসপি হারুনের বিরুদ্ধে তদন্তের নির্দেশনা চেয়ে রিটের শুনানি মুলতবি

প্রকাশিত: ১১:৩১, ১৩ নভেম্বর ২০১৯

এসপি হারুনের বিরুদ্ধে তদন্তের নির্দেশনা চেয়ে রিটের শুনানি মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও ক্ষমতা অপব্যবহারের তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। রিটের শুনানি স্ট্যান্ডওভার (মুলতবি) করে আদেশ দিয়েছে হাইকোর্ট। এ সময় আদালত বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি কোন ধরনের পদক্ষেপ না নেয় তাহলে আমরা দেখব। মঙ্গলবার এ্যাডভোকেট সালেহ উদ্দিন এ রিট করেন। রিটের বিষয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হয়। পরে আদালত রিট মামলাটির শুনানি মুলতবি রাখেন।
×