ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পেঁয়াজের দাম কমছে না

প্রকাশিত: ১১:২৭, ১৩ নভেম্বর ২০১৯

পেঁয়াজের দাম কমছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পেঁয়াজের দাম কমছে না। রাজধানীর খুচরা বাজারে এখনও প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র ভারত রফতানি বন্ধ রাখায় পেঁয়াজের দাম কমছে না বলে সংসদে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি জানান, ভারত কর্তৃক পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দিল্লীর বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নোত্তরে অংশগ্রহণ করেন শিল্পমন্ত্রী। এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান।
×