ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউবির অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ০৬:১২, ১২ নভেম্বর ২০১৯

বাউবির অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ (বাউবি) রাজধানীর তোপখানা রোড এ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর কার্যালয়ে সাম্প্রতিককালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা এস এস সি, এইচ এস সি, বিএ, বিএস এস প্রোগ্রামের বই আজও ষ্টাডি সেন্টারে না পৌঁছানো পৃর্ণ ফলাফল প্রকাশ না করা এবং উদ্দেশ্যে প্রণিত ভাবে বাউবির শিক্ষার্থীদের অকৃতকার্য করা ডিজিটাল আই ডি কার্ড না দেওয়া বিরুপ মত পুষন করেন। প্রতি বছর লাগাতার রেজিস্ট্রেশনের টাকা বৃদ্ধি হচ্ছে কিন্তু বাউবির শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছেনা। দরখাস্ত দিয়েও দীর্ঘ দুই বছরেও মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার হল পরিবর্তন করা সম্ভব হয়নি। পিতা- মাতার নাম সংশোধনীতে ব্যাপক জটিলতার সস্মুখীন হতে হয়। বাউবির সকল টিটোরিয়াল কেন্দ্রের সমন্ময় কারীদের সাথে মিটিং না করা। বাউবির সকল ধরনের বিজ্ঞপ্তি যথাসময়ে সকল টিটোরিয়াল কেন্দ্রে না পৌঁছানো। বাউবিতে ভর্তি সংক্রান্ত ব্যাংক রশিদ যথাসময়ে জমা দেওয়ার পরও অকৃতকার্য রুপে ফলাফল প্রকাশ করা হয়। যা অত্যান্ত দুঃখ জনক। সর্ব সাকুল্যে আমরা বাউবি থেকে জামাত শিবির বি এন পি রাজাকারের বংশের অপসারন চাই। আমরা জেনারেলের মতো বাউবিতে বই উৎসব ও সময় মতো ফলাফল দেখতে চাই। বাউবির সকল অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জনাব মোঃ আব্দুর রহমান, বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধার সন্তান জনাব মোঃ আব্দুর রশিদ মন্ডল রানা, সাধারন সম্পাদক মোঃ মাইনু্দ্দিন পনু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রমিজ সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান ইসলাম, সভাপতি মুক্তিযোদ্ধা যুব-কমান্ড মুক্তিযোদ্ধার সন্তান মোঃ জাফর ইকবাল নান্টু, কেন্দ্রীয় ছাত্র নেতা মোঃ নজরুল ইসলাম ও নেতৃবৃন্দ।
×