ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমতলীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৬:০৬, ১২ নভেম্বর ২০১৯

আমতলীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা,আমতলী,বরগুনা ॥ আমতলীতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত দশ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, ইউএনও মনিরা পারভীন ও পৌর মেয়র মতিয়ার রহমান মঙ্গলবার এ ত্রাণ বিতরন করেন। জানাগেছে, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে আমতলীতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার গুলিশাখালী, কুকুয়া, আঠারোগাছিয়া, চাওড়া, হলদিয়া, আমতলী সদর, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন ও আমতলী পৌরসভায় ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এ সকল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, ইউএনও মনিরা পারভীন ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান চাল, ডাল, চিনি, তেল ও শুকনা খাবার বিতরণ করেছেন। ত্রাণ বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) কমলেশ মজুমদার, ইউপি চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম, হারুন অর রশিদ হাওলাদার, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, মোঃ শহীদুল ইসলাম মৃধা, মোঃ মোতাহার উদ্দিন মৃধা ও একেএম নুরুল হক তালুকদার প্রমুখ। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার ১০ হাজার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ডাল, চিনি ও তেল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করে টিন ও আর্থিক অনুদান দেয়া হবে।
×